মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি ও চাকরিতে ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে উপজেলা চত্বরে এ মানববন্ধনে শতাধিক শিক্ষকরা অংশ নেন। ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
কেন্দ্রীয় আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হকের সভাপতিত্বে তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরৎ চন্দ্র হালদারের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন উপজেলার শতাধিক শিক্ষকরা। এসময় তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শিবালয় উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল খালেক, ছোট আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা আলেয়া ফেরদৌসী, শিক্ষক আসির উদ্দিন বিশ্বাস,নির্মল কুমার শর্মা, খোরশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষকদের বেতন বৈষম্য ও চাকরিতে পদোন্নতি ও গ্রেড উন্নতির জন্য জোর দাবি তোলেন। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হয়ে সমসাময়িক সময়ে তাদের সংসার চলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষকদের বেতন বৈষম্য রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব না বলেও বক্তারা উল্লেখ্য করেন। দ্রুত তাদের সকল দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।