জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে মাদ্রাসা কর্তৃপক্ষের ভুলে জয়নাল মিয়া নামে মানবিক শাখার ছাত্রকে আসন্ন দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিতে হচ্ছে। কর্তৃপক্ষের এমন অবহেলা ও দায়িত্বহীনতার কারণে ছাত্রের সারা বছরের পরিশ্রম বৃথা যাচ্ছে বলে সুশীল সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জয়নাল মিয়া দাখিল পরীক্ষার্থী। তিনি উপজেলার ঘোষপালা গ্রামের দিনমজুর সিরাজ মিয়ার ছেলে। জয়নাল ঘোষপালা ফাজিল মাদ্রাসার মানবিক শাখার একজন নিয়মিত ছাত্র। ২০২১-২০২২ সেশনে একজন মানবিক শাখার ছাত্র হিসেবে নবম শ্রেণিতে ভর্তি হন। আগামী ৩০ এপ্রিল দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বৃহস্পতিবার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড হাতে পান। রেজিস্ট্রেশন কার্ডে বিজ্ঞান শাখার সব বিষয় দেখতে পান। সে গত দুই বছর মানবিকের বই পড়েছেন। অথচ কর্তৃপক্ষের ভুলে এখন তাকে বিজ্ঞান শাখার সব বিষয়ে পরীক্ষা দিতে হবে জেনে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।
সিরাজ মিয়া বলেন, ‘আমি দরিদ্র মানুষ। দিন আনি, দিন খাই। পরীক্ষার ফরম ফিলাপের টাকাটাও অন্য একজন দিয়েছে। পরীক্ষার দুদিন বাকি। শুনতেছি ছেলেটা সারা বছর পড়ছে একটা বিষয়ে আর এখন অন্য বিষয়ে পরীক্ষা দিতে হবে। এতে আমার ছেলের জীবনটা কী হবে?’
জয়নাল মিয়া বলেন, বৃহস্পতিবার স্যার আমার হাতে অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ড হাতে দেওয়ার আগে আমার স্বাক্ষর নেন। তারপর কার্ড হাতে নিয়ে জানতে পারি বিজ্ঞান শাখা পরীক্ষা দিতে হবে। অথচ স্যার জানে আমি মানবিক শাখার ছাত্র এবং আমি স্যারকে বলছিও। নিয়মিত ক্লাসও করেছি। এখন বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেওয়া কি সম্ভব?
ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক বলেন, ছাত্রের গ্রুপ পরির্বতনের বিষয় আমার জানার কথা না। আর মাত্র দুদিন আছে, এখন আমি কীভাবে কী করব? তবু চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা?
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম বলেন, এর দায়ভার মাদ্রাসা কর্তৃপক্ষকেই নিতে হবে। আমি সুপারের সঙ্গে কথা বলে দেখি, কোনো সমাধান করা যায় কিনা? ভুলের কারণে এভাবে একটা ছাত্রের জীবন নষ্ট হতে পারে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।