আন্তর্জাতিক ডেস্ক : এক বেকারি থেকে চার হাজার মিনি পাইয়ের অর্ডার শেষ মূহুর্তে বাতিল করেছে টেসলা। পরে ওই বিল দিতে এগিয়ে এসেছেন কোম্পানির প্রধান ইলন মাস্ক নিজেই।
ক্যালিফোর্নিয়ার স্যান হোসে শহরভিত্তিক ‘গিভিং পাইস’ নামের বেকারি শপের ডেলিভারি দেওয়ার আগ মূহুর্তে ওই অর্ডার থেকে সরে আসে টেসলা, যেখানে বকেয়া বিল ছিল দুই হাজার ডলার।
অর্ডারটি বাতিল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ জানায় কোম্পানিটি। এর জবাবে পাইগুলো কিনে নেওয়ার কথা বলেন মাস্ক।
এমনকি টেসলা থেকে নতুন অর্ডারও দিতে চেয়েছিলেন তিনি। তবে, এর জবাবে বেকারি কোম্পানিটি বলেছে, দোকানের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে এত বেশি ব্যবসা হচ্ছে যে সে অর্ডার নেওয়ার সময় নেই তাদের।
“এটা অসাধারণ, আমি সত্যিই চমকে গেছি,” মার্কিন গণমাধ্যম এনবিসি’কে বলেন বেকারির মালিক ভোহাঙ্গি রাসেতারিনেরা।
“আমি খুবই কৃতজ্ঞ, মানুষ সত্যিই অসাধারণ।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক বিষয়টি নিষ্পত্তি করার পরপরই তার এ জবাব এল।
“আমি মাত্রই এ বিষয়টি জেনেছি,” স্থানীয় সংবাদমাধ্যমে টেসলার অর্ডার বাতিল করা নিয়ে খবর প্রকাশের পরপরই এক্স-এ বলেন মাস্ক।
“আমি এ বেকারির জন্য ভাল কিছুই করব। টেসলা যে সবসময় নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে, তা নিয়ে লোকজনের ভরসা থাকা উচিৎ।”
ক্রাস্ট তৈরি
টেসলার নতুন তিন হাজার ছয়শ মিনি পাইয়ের অর্ডার নিয়েও ব্যাখ্যা দিয়েছেন রাসেতারিনেরা, যেখানে অর্ডারটি বাতিল করতে বাধ্য হন তিনি।
“দুর্ভাগ্যবশত, আমি তাদের ইভেন্টে কেটারিংয়ের সেবা দিতে পারছি না কারণ এ মূহুর্তে আমাদের যে ব্যবসা হচ্ছে, তা আমাদের ক্ষমতার চেয়েও বেশি,” বলেন তিনি।”
এমনকি ওই বেকারি শপের পাই খেতে গিয়েছিলেন স্যান হোসের মেয়রও, যেখানে পাইটিকে ‘গিফট বক্সে মুড়িয়ে’ দিতে বলেন তিনি।
“সম্প্রতি এক বড় অর্ডার বাতিল হওয়ার পর আমাদের কমিউনিটি যে ছোট এই ব্যবসার সমর্থনে এগিয়ে এসেছে, তা খুবই অনুপ্রেরণার।”
পাশাপাশি বেকারিটি নিজের বিজ্ঞাপনও করেছে। “আপনি যদি সুস্বাদু ডেসার্ট খেয়ে একজন অসাধারণ স্থানীয় উদ্যোক্তাকে সাহায্য করতে চান, তবে পরের বার অবশ্যই গিভিং পাইস থেকে ঘুরে আসুন।”
“আর পাইগুলোর ন্যায্য অর্থ পরিশোধের জন্য ইলন মাস্ককেও ধন্যবাদ।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।