হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও ধমকির অভিযোগে দায়ের করা একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরী। সোমবার সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এ মামলায় তাদের অব্যাহতির আদেশ দেন।

মামলাটিতে আসামিদের জবাব দাখিলের জন্য সোমবার (১২ জানুয়ারি) দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে মেহজাবীন ও আলিশান চৌধুরীর পক্ষে জবাব দাখিল করা হয়। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।
আইনজীবী তুহিন হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে জানান, আজ ছিল মামলার জবাব দাখিলের দিন। আদালতে তারা মেহজাবীন চৌধুরী ও তার ভাইয়ের পক্ষে লিখিত জবাব উপস্থাপন করেন। তার ভাষ্য অনুযায়ী, মামলার বাদীর অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি এবং পুরো অভিযোগই উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, বাদী নিজের ঠিকানা সংক্রান্ত তথ্যেও অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। অভিযোগে তিনি থানা হিসেবে ‘ফেনী সদর’ এবং জেলা হিসেবে ঢাকা উল্লেখ করেছেন, অথচ ঢাকা জেলায় ‘ফেনী সদর’ নামে কোনো থানা নেই। এছাড়া বাদীর দেওয়া মোবাইল নম্বরটি ১২ সংখ্যার, যা কার্যকর নয়। একইভাবে মামলায় বিবাদীদের ঠিকানা এবং একজন স্বাক্ষীর পূর্ণাঙ্গ পরিচয়ও সঠিকভাবে উল্লেখ করা হয়নি।
আইনজীবী জানান, আদালতে তারা স্পষ্টভাবে তুলে ধরেন যে, বাদীর সঙ্গে মেহজাবীন চৌধুরীর কোনো পরিচয় নেই, এমনকি কখনো দেখাও হয়নি। ফলে হুমকি বা ভয় দেখানোর অভিযোগ সম্পূর্ণ অবান্তর। শুনানিতে বাদী তার অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন।
সব দিক বিবেচনায় নিয়ে আদালত মামলাটিকে ভিত্তিহীন বলে আখ্যা দেন এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে মামলা থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেন। এর ফলে এ মামলার দায় থেকে তারা দু’জনই মুক্ত হলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


