অন্যরকম খবর ডেস্ক : প্রকৃতির সঙ্গে মানুষের দ্বন্দ্ব নতুন নয়। মানুষই বরাবরই ‘উচ্ছেদকারী’ হয়ে উঠছে। কিন্তু একদিন যদি দৃশ্যপট বদলে যায়?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে এমন একটি দৃশ্যই দেখা গেল। সেখানে একটি শপিং মলের পার্কিং লটের দখল নিয়েছে হাজার হাজার পাখি। শুধু তা-ই নয়, মানুষের চিৎকার কিংবা গাড়ির আওয়াজ, কোনো কিছুতেই ভয় পাচ্ছিল না পাখিগুলো। যেদিকে চোখ যায় শুধুই ধূসর কালচে পাখিদের মেলা। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনাটি ২ জানুয়ারির। সেদিন পাখিগুলো পার্কিং লটের ভিতরে ময়লা ফেলার জায়গা থেকে খাবার খুঁটে খাচ্ছিল। তাদের সংখ্যা, ভ্রূক্ষেপহীন মনোভাব আর বড়সড় চেহারা দেখে আতঙ্কও ছড়িয়েছিল। যাদের খোলা আকাশে উড়তে দেখলে মুক্তির আনন্দ উপভোগ করা যায়, তাদের এমন আচরণে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাবে, তা কে ভেবেছিল!
অবশ্য শীতকালে এমন দৃশ্য খুব একটা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন অনেকে। তাদের দাবি, হাউস্টন, ডালাসসহ টেক্সাসের বিভিন্ন জায়গায় শীতকালে মাঝেমধ্যেই এমন দৃশ্য দেখা যায়। এই পাখিগুলোর নাম গ্রেট টেলড গ্র্যাকলস। মূলত লোকালয়ের মধ্যেই ওক জাতীয় গাছে থাকে এই পাখিরা।
যেহেতু এরা মানুষ দেখতে অভ্যস্ত, তাই স্বাভাবিকভাবেই ভয় কম। মানুষকে ধাওয়া করার ৎনজিরও রয়েছে এই প্রজাতির। বিপদ দেখলে তারা দলবদ্ধ হয়ে এক জায়গায় জড়ো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।