বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অমর একুশে বইমেলায় কাগজের বইয়ের স্টলের পাশাপাশি জায়গা দখল করেছে অডিও বুকের স্টল। মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ এলাকা জুড়ে অ্যাপস ভিত্তিক চারটি অডিও বুকের প্রকাশনার দেখা মিলছে।
এসব অ্যাপের মাধ্যমে বইয়ের অডিও শুনতে পারবেন গ্রাহকরা। তারা বলছেন, বই পড়ার স্বাদ পূরণ করছে এসব অডিও বুক। আর সংশ্লিষ্টরা বলছেন, কাগজের বইয়ের পাশাপাশি অডিও বুকও সাড়া ফেলছে বইপ্রেমীদের মধ্যে।
শনিবার বইমেলার অডিও বুক স্টলগুলো ঘুরে দেখা যায়, পাঠক ও শ্রোতাদের সরব উপস্থিতি। পাঠক ও গ্রাহকরা বলছেন, অবসর সময়ে বই পড়ার স্বাদ পূরণ করছে এসব অডিও বুক। এমনকি একটি অ্যাপেই পাওয়া যাচ্ছে শতাধিক বই।
বইমেলায় আসা একজন বলেন, মাঝে মাঝে ব্যস্ততার কারণে বই পড়ার সময় পাওয়া যায় না। এক্ষেত্রে অডিও বুক খুব কাজে দেয়। অনেকে বলছেন, এই পদ্ধতি বেশ সহজ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এটি এগিয়ে গেছে।
তবে কেউ কেউ বলছেন, নতুন প্রযুক্তি এসেছে বলে বই পড়ার অভ্যাস বাদ দিয়ে শুনতে হবে, এমনটা ঠিক নয়। ছাপানো বইয়ের আবেদন ফুরিয়ে যায়নি। পাঠকের আগ্রহ আগের মতোই আছে।
আর বিক্রেতারা বলছেন, বইমেলাকে কেন্দ্র করে গ্রাহক সাড়া ভালো পাচ্ছেন তারা। বিশেষ করে কিশোর-তরুণদের আগ্রহ বেশি।
এক বিক্রেতা বলেন, পাঠকদের কানে কারও কণ্ঠ বাজবে, ঠিকমতো রসটা যাতে দেওয়া যায়, সেই মতো করা বড় চ্যালেঞ্জ। কাব্যিক অডিওবুকের আরেক বিক্রেতা বলেন, বিশ্বে প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের ক্রেতাও আছে।
এবারের মেলায় কাব্যিক, কাহিনীক, শুনবই ও বইঘর নামে চারটি অডিও বুকস্টল রয়েছে। মোবাইল অ্যাপ ডাউনলোড করে সহজেই শোনা যায় বিভিন্ন বইয়ের পাঠ। দেড়শ থেকে আড়াইহাজার পর্যন্ত বইয়ের সংগ্রহ আছে এসব অ্যাপে। নিয়মিত সাবস্ক্রাইবার ৮ হাজার পর্যন্ত।
এসব প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকদের ভাষ্য, অদূর ভবিষ্যতে মুদ্রিত বইয়ের মতোই জনপ্রিয় হয়ে উঠবে অডিও বুক, যা পাঠকদের বই পড়ার বিকল্প হিসেবে বিবেচ্য হয়ে দাঁড়াবে। এ ছাড়া বই থেকে যেন মানুষ দূরে সরে না যায়, সেটাই অডিও বুকের অন্যতম উদ্দেশ্য। এমন তথ্যই জানিয়েছেন দুজন কনটেন্ট ক্রিয়েটর।
এদিকে, এবারের বইমেলায় শনিবার নতুন বই এসেছে ১৭১টি। আর এ পর্যন্ত মোট ১ হাজার ৭৯৫টি বই প্রকাশিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।