আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এবং ইউক্রেইন সফরের পর আকস্মিক চীন সফরে গেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
সোমবার এই সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইউক্রেইন শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে কথা বলেন অরবান।
যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার এই মিশনে গত সপ্তাহে অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেছেন।
এরপর বেইজিংয়ে ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে সরাসরি সংলাপ শুরু করার জন্য বিশ্বের দেশগুলোকে সহায়তা করার আহ্বান জানান।
হাঙ্গেরি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট পদে আছে। এমাসে হাঙ্গেরি ইইউ এর প্রেসিডেন্সির দায়িত্ব নেওয়ার পরই দেশটির প্রধানমন্ত্রী অরবান শান্তি মিশন শুরু করেন। তবে তার এ প্রচেষ্টায় অন্যান্য ইউরোপীয় নেতাদের তেমন সায় নেই।
তবে অরবান এক্সে এক পোস্টে লিখেছেন, রাশিয়া ও ইউক্রেইনের যুদ্ধে শান্তির বাতাবরণ তৈরি করার জন্য চীন গুরুত্বপূর্ণ একটি শক্তিধর দেশ। সেকারণেই আমি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে এখানে এসেছি। তিনি (শি জিনপিং) বুদাপেস্টে সফর করার মাত্র দু’মাসের মাথায় আমি চীনে এলাম।”
চীনের প্রেসিডেন্ট শি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবানের সম্পর্ক উষ্ণ বলেই ব্যাপকভাবে মনে করা হয়ে থাকে।
গত সপ্তাহে অরবান রাশিয়া সফর করে কিইভ এবং ইইউ কর্মকর্তাদের নিন্দা-সমালোচনার মুখে পড়েন। অরবান গোটা ইউরোপীয় ব্লকের পক্ষ থেকে কাজ করছেন না বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।
ভিকির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে উত্তাপ ছড়াচ্ছেন তৃপ্তি, ক্যাটরিনার জন্য কষ্টে ভক্তরা
তবে এসব আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করেই ভিক্টর অরবান চীনে এই সফরে গেলেন। তার এই শান্তি অভিযানকে ‘পিস মিশন ৩.০’ বলে এক্সে এক পোস্টে উল্লেখ করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।