হুড়মুড়িয়ে ভেঙে পড়লো স্ল্যাব, প্রাণে রক্ষা পেল যুবক

হুড়মুড়িয়ে ভেঙে পড়লো স্ল্যাব

আন্তর্জাতিক ডেস্ক : দোকানের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে যে ঘটনাক্রম। আর এই কয়েক সেকেন্ডের ভাগ্যের সুবাদে বিপত্তি এড়ানোর ভিডিওটিই ভাইরাল সোশালে। একেই বলে রাখে হরি মারে কে। কার্যত মাইক্রো-সেকেন্ডের ব্যবধানে প্রাণে রক্ষে। সোশাল মিডিয়ায় জনৈকের ভাগ্যের তারিফ কার্যত ভাইরাল। যা দেখে তাজ্জব শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও।

হুড়মুড়িয়ে ভেঙে পড়লো স্ল্যাব

রাস্তা দিয়ে হেঁটে আসার পথে ফুটপাথের পাশের এক দোকানে যাওয়ার জন্য বাঁক নেন এক ব্যক্তি। ফুটপাথ আলাদা করে না থেকে সেখানে রয়েছে একটি সিমেন্টের স্ল্যাব। সেই স্ল্যাবে পা রেখে দোকানের পথে নিজের চালেই এগিয়ে চলেন ওই ব্যক্তি। কিন্তু তিনি স্ল্যাবটুকু টপকানোর পরই অঘটন। হুড়মুড়িয়ে রাস্তার নিচের ড্রেনে ভেঙে পড়ে ওই সিমেন্টের স্ল্যাবটি। কার্যত মাইক্রো সেকেন্ডের ব্যবধানে বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পান ওই ব্যক্তি।

ঘটনার আকস্মিকতায় কার্যত জিভ কেটে নিজেকে থিতু করার চেষ্টাও করতে দেখা যায় তাঁকে। দোকানের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে যে ঘটনাক্রম। আর এই কয়েক সেকেন্ডের ভাগ্যের সুবাদে বিপত্তি এড়ানোর ভিডিওটিই ভাইরাল সোশালে।

নেটিজেনেরদের মতোই ভাইরাল ভিডিওটিকে মজেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও। তিনি সোশালে লেখেন, ‘এই ব্যক্তিকে কি ব্রহ্মান্ড কোনও ইঙ্গিত পাঠানোর চেষ্টা করছে? সপ্তাহের শেষটা সেই ভেবেই কাটাবো।’ পাশাপাশি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান নিজের ফলোয়ারদের প্রতি তাঁর জিজ্ঞাসা, ‘এই ব্যক্তির জায়গা আপনি থাকলে কি কোনও ইঙ্গিত হিসেবেই দেখতেন বিষয়টা।’

ধূমপান ছাড়তে পারছেন না? সহজে ছাড়ার দারুণ উপায়

আনন্দ মাহিন্দ্রার প্রশ্নের ভিত্তিতে তাঁর ফলোয়ারটা নিজেদের মতো উত্তরও দিয়েছেন। একজন লিখেছেন, অল্পের জন্য রক্ষা। অন্য আর একজন ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, সরকারের তরফে রাস্তাঘাটের পরিকাঠামোর দিকে আরও সতর্ক হওয়া প্রয়োজন।