আন্তর্জাতিক ডেস্ক : মাত্র দেড় মাস আগে বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়িতে এসে প্রবল পেটের যন্ত্রণা শুরু হওয়ায় নববধূকে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসকের কাছে। চিকিৎসক তাঁর পেটের আল্ট্রাসোনোগ্রাফি করাতে বলেন। সেই সোনোগ্রাফিতেই ধরা পড়ে, ওই বধূ চার মাসের অন্তঃসস্ত্বা।
এর পরেই পরিস্থিতি মোড় নেয় অন্য দিকে। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা ওই বধূকে বাড়িতে থাকতে দিতে অস্বীকার করেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে স্থানীয় থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন স্বামী।
লিখিত অভিযোগে স্বামী পুলিশকে জানিয়েছেন, দেড় মাস আগে এক আত্মীয়ের সূত্র ধরেই তাঁর সঙ্গে বিয়ে হয় প্রতিবেশী গ্রামের এক মহিলার। তাঁর অভিযোগ, বিয়ের দেড় মাস পর তিনি জানাতে পারেন স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। প্রতারিত হয়েছেন বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন স্বামী।
স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পেয়ে তাঁরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন।
নতুন এই ব্যবসায় নামছেন মুকেশ আম্বানি, প্রস্তুতি নিয়ে জল্পনা তুঙ্গে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।