স্বামী-স্ত্রী মিলে বিক্রি করত হেরোইন, অত:পর ধরা

হোরোইনসহ স্বামী স্ত্রী গ্রেফতার

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে স্বামী-স্ত্রী মিলে নিষিদ্ধ মাদক হেরোইন বিক্রির দায়ে দুজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

হোরোইনসহ স্বামী স্ত্রী গ্রেফতার

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সাটুরিয়া উপজেলার কামতা গোলড়া এলাকায় মাদক কারবারি ওই স্বামী-স্ত্রীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সাটুরিয়া উপজেলার কামতা গোলড়া এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে মোঃ সোহেল (৩৫) ও তার স্ত্রী মোছা: জেসমিন আাক্তার(৩৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হামিমুর রশীদ মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- উপজেলার গোলড়া বিবি জান হালিমা রশিদ সুপার মার্কেটের নিচতলা হতে ৪ গ্রাম হেরোইনসহ মোছা: জেসমিন আাক্তারকে গ্রেফতার করা হয়েছে। এরপর তার স্বামী মোঃ সোহেলকে কামতা গোলড়া এলাকায় তার বসতঘরে অবস্থানরত অবস্থায় দেহ তল্লাশি করে ১৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে।

মো: হামিমুর রশীদ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এরআগেও তাদেরকে মাদকসহ আটক করা হয়েছেল। জামিনে বেরিয়ে তারা ফের মাদক কারবারের সাথে জড়িয়ে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হেরোইনসহ গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে সাটুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।