কালিয়াকৈরে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

hab

জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় প্রাণ গেছে এক দম্পতির।

hab

রবিবার মধ্যরাতে কালিয়াকৈর বাইপাস ফ্লাইওভারের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন– কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. আসিফ (২৫) এবং তার স্ত্রী তানজিম (২১) ।

সালনা হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন স্থানীয়দের বরাতে জানান, আসিফ ও তার স্ত্রী রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী ‘মাহী স্পেশাল পরিবহন’ এর একটি বাস তাদের চাপা দেয়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।

কম দামে ভালো ফিচার পেতে কিনুন Samsung-এর এই ফোন

পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ হস্তান্তর করার কথা জানিয়েছেন ওসি।