বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক যোগ দিবস ছিল বুধবার। বলিউড তারকাদের অনেককেই কমবেশি এই দিবস পালন করতে দেখা গেল। বিভিন্ন ধরনের যোগাসন করেন তারা। তাদেরই একজন বর্তমান সময়ের সবচেয়ে দাবি নায়িকা দীপিকা পাড়ুকোন। এদিন অন্যান্য তারকাদের ভিড়ে আলাদা করে নজর কাড়লেন এই অভিনেত্রী।
তবে দীপিকার পাশাপাশি এদিন নজর কাড়ল বর্তমান সময়ের আরেক জনপ্রিয় নায়িকা আলিয়া ভাটের মন্তব্য। যোগ দিবসে বুধবার নিজের যোগাসনের একটি ছবি পোস্ট করেন দীপিকা। সেখানে তাকে হাঁটু মুড়ে বসে ঘাড় নিচু করে পিঠ সোজা রেখে পোজ দিতে দেখা যায়।
এই আসনটি আদতে উত্তনা শিসোসন। এখানে কোমর থেকে পায়ের দিকটা তুলে রাখতে দেখা যায়। এই আসন করলে কাঁধ এবং শিরদাঁড়া স্ট্রেচ করা যায়। এতে শিরদাঁড়ার ফ্লেক্সিবিলিটি বাড়ে। স্ট্রেস রিলিফ করে। টেনশন কমায়, অনিদ্রা দূর করে।
যদিও অভিনেত্রী দীপিকা কিন্তু এই আসনের নাম প্রকাশ্য আনেননি। তিনি স্রেফ লেখেন, ‘আপনারা কতজন এই আসনের ব্যাপারে জানেন? ওয়ার্ল্ড যোগা ডে।’
দীপিকা এই প্রশ্ন ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলে অনেকেই উত্তর দেন। তাতে সামিল হন আলিয়া ভাটও। অভিনেত্রী আলিয়া এদিন সহকর্মী দীপিকার পোস্টে লেখেন, ‘এটা কুকুরছানা আসন।’
বলিউডের ইট-পাথরও জানে, একসময় রণবীর কাপুরের সঙ্গে গভীর সম্পর্কে ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই রণবীর এখন আলিয়া ভাটের স্বামী এবং সন্তানের বাবা। কাজেই স্বামীর প্রাক্তন প্রেমিকার পোস্টে আলিয়ার এমন মজাদার কমেন্ট দেখে হেসে লুটোপুটি নেটপাড়ার বাসিন্দারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।