স্বামীর সাথে ফারিণের আট বছর আগের ছবি ভাইরাল

ফারিণ

বিনোদন ডেস্ক : সাড়ে ৮ বছর প্রেম করার পর গত ১১ আগস্ট প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেছেন ছোট পর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) বিকেলে ফেসবুক পাতায় বরের সাথে একটি ছবি দিয়ে বিষয়টি শেয়ার করেন তিনি।

ফারিণ

যদিও সেখানে রেজওয়ানের মুখাবয়ব দেখাননি এই অভিনেত্রী। তবে মঙ্গলবার বিকেলে বর রেজওয়ানের সাথে ছবি শেয়ার করেন। এবার একটি নয়, দুটি ছবি শেয়ার করেন ফারিণ!

বিয়ের দিনের একটি ছবি ছাড়াও এদিন রেজওয়ানের সাথে একটি পুরনো ছবিও শেয়ার করেন ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত এই অভিনেত্রী। যে ছবিটি ফারিণ আট বছর আগেই তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন!

রেজওয়ানের সাথে পুরনো ছবিটি যাচাই করে দেখা যায়, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ফারিণ। তখনও তিনি শোবিজে পা রাখেননি। সেই সময়ে যে ক্যাপশন লিখে ছবিটি শেয়ার করেছিলেন, একই ক্যাপশনে রেজওয়ানের সাথে বিয়ের দিনের মুহূর্তের একটি ছবিও শেয়ার করেন এই অভিনেত্রী।

সোমবার বিকেলে আচমকাই অভিনেত্রী ফারিণ জানান, রেজওয়ানের সাথে তার সম্পর্কের বয়স সাড়ে ৮ বছর! ১১ আগস্ট তাদের আকদ অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি জানান, সবকিছু খুব দ্রুত হয়েছে। বর দেশের বাইরে কর্মরত। তিনি দেশে ফিরলে ধুমধাম আয়োজনে বন্ধু বান্ধব ও ইন্ডাস্ট্রির কলিগদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের কথাও জানান ফারিণ।

খালি গলায় লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল ঊর্মি অন্বেষা

দীর্ঘ স্যাটাসে সোমবার ফারিণ জানান, রেজওয়ানের সাথে তার প্রেমের শুরু কলেজ জীবন থেকে। অভিনয় জগতে পা রাখার পর জীবন দ্রুত বদলে যায়। আর এই সময়টাতেও ছায়া হয়ে পাশে ছিলেন রেজওয়ান।