স্বামীর ওপরে ক্ষেপলেন আলিয়া ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গেল বছরেই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। বিয়ের পর সন্তানকে নিয়ে বেশ সুখেই আছেন এই দম্পতি। তবে হঠাৎ স্বামী রণবীরের ওপরে ভীষণ চটেছেন আলিয়া।

রণবীর কাপুর ও আলিয়া ভাট

সম্প্রতি মুম্বাই সিটি এফসির ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন বলিউড দম্পতি রণলিয়া। সেখানে অন্য মেয়ের প্রতি রণবীরের আচরণে ভীষণ ঈর্ষান্বিত আলিয়া। ওই ম্যাচটি চলাকালে এমনই একটি ভিডিও নজরে এসেছে নেটিজেনদের।

ভিডিওতে দেখা গেছে, স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা এক নারী রণবীরের সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন। এ সময় ওই নারী রণবীরের কাছাকাছি আসতেই স্বামীর গা ঘেঁষে বসেন আলিয়া।

সেই সঙ্গে ওই নারীর দিকে কিছুটা বাঁকা চোখে তাকাতেও দেখা যায় এই অভিনেত্রীকে। রণবীর ওই নারীকে আলিয়ার পাশের খালি চেয়ারে বসার অনুরোধ জানান, আর এতেই স্বামীর ওপরে চটেছেন আলিয়া। রীতিমতো রাগে মুখ লাল হয়ে অভিনেত্রীর মুখ!

শাকিবের বিপরীতে কে? কাজল নাকি বিদ্যা বালান

পরে স্বামীর হাতটা আরও শক্ত করে ধরেন আলিয়া। আর এই ভিডিও দেখেই নেটিজেনরা নানান মন্তব্য ছুড়ে দিচ্ছেন অভিনেত্রীর দিকে। অনেকেই বলছেন, আলিয়াকে দেখে খুবই ঈর্ষান্বিত লাগছে, মনে হচ্ছে রণবীরকে নিয়ে ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন আলিয়া।