সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : ঢাকার ধামরাইয়ে স্ত্রী সুলতানার মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন স্বামী ফরিদুল ইসলাম। এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এম্বুলেন্স থাকা আরোও নয় জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা একেএইচ পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদুল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফিরোজ মিয়ার ছেলে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ইউনিট নিয়ে ঘটনাস্থানে আসি। মরদেহ ও আহতদের উদ্ধার করি। আহত ৯ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ফরিদুল তার স্ত্রী সুলতানা’র মরদেহ নিয়ে এম্বুলেন্স করে বাড়ি ফিরছিলেন। বালীথা পৌছালে এম্বুলেন্সটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মাথায় আঘাত লেগে ফরিদুল ইসলাম এর মৃত্যু হয়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রূপল চন্দ্র দাস বলেন, দূর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি এবং এম্বুলেন্সটি হেফাজতে নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।