লাইফস্টাইল ডেস্ক : এই মহিলার বিয়ে হয়েছে অনেকদিন। তাঁর এমনিতে দাম্পত্যে সমস্যা নেই। তবে তাঁর স্বামী এখন শারীরিক ঘনিষ্ঠতায় জড়াতে চাইছেন না। এটাই মহিলার কাছে চিন্তার বিষয়। তাই চাইছেন বিশেষজ্ঞের টিপস।
প্রশ্ন: আমি এক বিবাহিত মহিলা। বিয়ে হয়েছে বহু বছর। আর আমার ছেলে রয়েছে ১২ বছরের। আসলে আমাদের দাম্পত্যে সব ঠিকই ছিল। তবে শেষ কিছু বছরে আমার চাকরি হয়েছে অন্য জায়গায়। এখানে ৫ বছর আছি। আর এই সময়েই আমার স্বামীর মধ্যে বদল এসেছে।
আসলে এখন আমাদের সম্পর্ক আর ভালো নেই। আমাদের মধ্যে নেই কোনও ঘনিষ্ঠতা। আর ঘনিষ্ঠতা না থাকার কারণে সমস্যা তো অনেকটাই বেড়েছে। ও আমার কাছে একবারেই ঘেঁষতে চায় না। এমনকী ওর কোনও শরীরিক ইচ্ছে রয়েছে বলেও মনে হয় না।
তবে সমস্যা কিন্তু এইটুকুই। আসলে এই শারীরিক ঘনিষ্ঠতার বিষয়টিকে বাদ দিলে সব আমাদের মধ্যে ঠিকই রয়েছে। আমরা নিয়মিত কথা বলি। সব কথা নিজেদের মধ্যে ভাগ করে নিই। তবে নেই কেবল শরীরিক চাহিদা। আর আপনি বাইরে থেকে দেখলে বিষয়টা বুঝতে পারবেন না। কারণ আমরা মাঝেমাঝেই ঘুরতে যাই। নিজেরা হাঁটতে যাই।
আমি অবশ্য সমস্যার কথা স্বামীকে জিজ্ঞেস করেছি। ও এই কথা শুনেছে। তবে কোনও উত্তর দেয়নি। আসলে এখন ও এই কথা তুললেই এড়িয়ে যাচ্ছে। এবার কোনও বিশেষজ্ঞ যদি আমায় এই বিষয়টায় পরামর্শ দেন, তবে খুব ভালো হয়। এমনকী বেঁচে যায় সম্পর্কে হারানো উষ্ণতা।
বিশেষজ্ঞের উত্তর : এই প্রসঙ্গে ফর্টিল হেলথকেয়ারের ডিপার্টমেন্ট অব মেন্টাল হেলথ ও বিহেভিয়ারাল সায়েন্সের প্রধান কামনা চিব্বার বলেন, আসলে প্রতিটি লিঙ্গের মানুষের নিজস্ব চাহিদা রয়েছে। আর এই শারীরিক চাহিদা কিন্তু সময়ের সঙ্গে বদলে যায়। আজ একরকম চাহিদা রয়েছে তো অন্যদিন একরকম থাকতে পারে। এবার এই পরিবর্তনের অনেক কারণ থাকে। তবে কেন এই বদল হচ্ছে, তা বলা খুবই কঠিন।
বেশি করে কথা বলুন : আপনি এর আগে কথা বলতে চেষ্টা করেছেন। তবে সেই চেষ্টা তেমন ফলপ্রসূ হয়নি। এবার ছেড়ে দিলে হবে না। কারণ আপনি নিজের মতো করে বিষয়টি নিয়ে কথা বলুন। বোঝানোর চেষ্টা করুন আপনার মনের কথা। তবেই তো সমস্যাকে আপনি এড়িয়ে যেতে পারবেন। এবার এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। তবেই ভালো থাকতে পারবেন। অন্যথায় সমস্যা বাড়বে বই কমবে না।
কী সমস্যা নিজেই খুঁজে বের করুন : আসলে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে কেন সমস্যা হচ্ছে। এক্ষেত্রে কী সমস্যা, কেন সমস্যা, ইত্যাদি বিষয়গুলি নিয়ে তৈরি হয়ে যেতে হবে। আপনাকে তাঁকে প্রশ্ন করতে হবে কেন এমনটা হচ্ছে। আশা করছি একটা সহজ উত্তর আপনি পেয়েই যাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন : আপনাদের দাম্পত্যের বয়স কিছুটা বেড়েছে। ফলে কোথাও একটা সমস্যা হলে নিজেদের সহজেই সামলে নেওয়া সম্ভব। তবে মনে রাখবেন, কোথাও ভুল করলে চলবে না। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন। তিনি সবদিক বুঝেশুনে ঝামেলা ঠিক করে দিতে পারবেন।
এছাড়া আপনি চাইলে কোনও ব্যক্তিগত বন্ধুর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। তিনি যেন বিশ্বস্ত হন। এভাবেই বিষয়টি মিটে যেতে পারে। এভাবে এগিয়ে দেখুন, সমস্যার সমাধান হয়ে যাবে।
তবে সবক্ষেত্রে সমস্যা মিটতে চাইবে না। সেই পরস্থিতিতে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আর নিজেদের সময় দেওয়াটা এবার বাড়ান। এক্ষেত্রে একটু সময় ব্যয় করতে পারলেই হয়তকো সমস্যা মিটে যাবে। তাই এবার থেকে নিজেদের সময় দিতে চেষ্টা করুন। আর নিজের সন্তান যাতে এই গোটা বিষয়টি বুঝতে না পারে, সেটা নিশ্চিত করুন। এভাবেই সমস্যা মিটে যেতে পারে।
প্রতিবেদন সৌজন্যে: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।