স্বামীকে বিদেশে পালানোর বুদ্ধি দেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক : মামলায় নাম জড়ানোর পর আর্থার জেলে মাস দুয়েক কাটান মুম্বাইয়ের ব্যবসায়ী এবং বলিউড নায়িকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। সেসব এখন অতীত। খুব শিগগির সিনেমায় অভিষেক করতে চলেছেন রাজ।

শিল্পার স্বামী

সেই সিনেমার প্রচারে সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছে শিল্পার স্বামী। সেখানে তিনি বলেন, যখন তিনি পর্নোগ্রাফি মামলায় জড়িয়েছিলেন, তখন সবকিছু শেষ করে দিতে চেয়েছিলেন। এমনকি তার স্ত্রী তাকে বিদেশে পালানোর পরামর্শও দেন।

সেই দুঃসময়ের কথা মনে করে রাজ বলেন, ‘আমার স্ত্রী আমাযকে তখন বলে, তুমি কি বিদেশে থাকতে চাও রাজ? তুমি লন্ডনে জন্মেছো, সেখানে বড় হয়েছো, সেখানকার সব ছেড়ে এখানে এসেছো আমার জন্য, আমি এখানে থাকতে চাই বলে। তুমি যদি চাও আমরা এখানকার সব শেষ করে চলো লন্ডন চলে যাই।’

রাজের দাবি, ‘আমি তখন শিল্পাকে বলি, আমি ভারতকে ভালোবাসি। আমি কোথাও যাবো না। লোকজন বড় বড় অপরাধ করে দেশের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, আর আমি কিছু না করেই কেন পালাব?’

পর্নোগ্রাফি মামলায় যখন রাজ জেলে, তখন তার পরিবারকে অনেক কিছুই সহ্য করতে হয়। তিনি বলেন, ‘আমি ভেতর ভেতর শেষ হয়ে গিয়েছিলাম। এত অপমান, এত অসম্মান আমি নিতে পারছিলাম না। মিডিয়া আমার স্ত্রী-সন্তানদের পেছনে উঠেপড়ে লেগেছিল। এটা ভীষণ কষ্টদায়ক ছিল। আমি তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম।’

পর্ন সিনেমা তৈরি এবং তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে কোটি কোটি টাকা আয়ের অভিযোগে ২০২১ সালের ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার করা হয় শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। কয়েক মাস জেল খাটার পর তিনি জামিন পান।

ইউরোপের প্রাচীনতম জুতা খুঁজে পেল বিজ্ঞানীরা

এরপর থেকে সবসময় মুখে মাস্ক লাগিয়ে চলাফেরা করতেন বলিউড নায়িকার স্বামী। দীর্ঘদিন পর সম্প্রতি রাজ মাস্ক সরিয়ে ফের জনসম্মুখে মুখ দেখান। সৌজন্য তার অভিষেক সিনেমা ‘ইউটি ৬৯’। সিনেমাটি এ বছরই মুক্তি পাবে।