টাঙ্গাইলের মির্জাপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে স্বামীকে অপহরণের ঘটনায় স্ত্রীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার পালপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী স্বামীর নাম আব্দুর রহিম (৪৭)। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
গ্রেপ্তাররা হলেন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের বাসিন্দা হাসান মোল্লা (৩৪), মীর দেওহাটা চড়পাড়া গ্রামের বাসিন্দা ইমরান হোসেন (২৫), একই গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের বাসিন্দা মো. রানা (২০), বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের বাসিন্দা আরিফ (৩৩) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালচানা গ্রামের বাসিন্দা আলকেস আলীর মেয়ে ও মামলার বাদী আব্দুর রহিমের দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগম (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহরণের শিকার আব্দুর রহিমের দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগম ফোন করে তাকে মির্জাপুরে আসতে বলেন। শুক্রবার আব্দুর রহিম মির্জাপুরের দেওহাটা এলাকায় আকলিমার ভাড়া বাসায় গেলে সেখানে ওঁতপেতে থাকা আকলিমার ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাকে মারধর করে একটি বাড়িতে আটকে রাখেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে স্বজনদের কাছে ফোন করিয়ে চার লাখ টাকা দাবি করেন।
বিষয়টি জানতে পেরে স্বজনরা ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ গোড়াই পালপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।