স্বামী ধূমপান করে ঘরে ফেরায় নববধূর বিষপান

ধূমপান

জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে স্বামী বাইরে থেকে ধূমপান করে বাসায় ফেরায় অভিমান করে এক নববধূ কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে।

ধূমপান

বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার নকিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নববধূ খুকুমণির (১৮) অবস্থা উন্নতির দিকে। খুকুমণি নকিপুর গ্রামের আল আমিন হোসেনের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে স্বামীর ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন খুকুমণি। স্বামী বাইরে থেকে ধূমপান করে বাসায় প্রবেশ করায় বাগবিতণ্ডার একপর্যায়ে খুকুমণি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মাত্র পাঁচ মাস আগে নকিপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে আল আমিনের সঙ্গে রতনপুর গ্রামের খুকুমণির বিয়ে হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম রিমেন জানান, খুকুমণিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিশার আত্মহত্যার চেষ্টা নিয়ে যা বললেন ঘনিষ্টজনরা

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।