ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সোহেল রানা (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহটি কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করেছে।
রবিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সোহেল তার স্ত্রীর সাথে ঝগড়া করে ক্যারাম খেলতে যায়। ক্যারাম খেলা শেষে বাড়ি ফিরে নিজ শয়নকক্ষে ঘুমান মাসুদ। পরক্ষণে সোহেলের স্ত্রী তার শশুরকে বলেন সোহেল মারা গেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, স্বামী স্ত্রী দু’জনেই বিভিন্ন মামলার আসামি। কারাগার থেকে তাদের পরিচয় হয়। তারপর বিয়ে হয়।
কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরে আলম সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত বিস্তারিত বলতে পারছি না, তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।