জুমবাংলা ডেস্ক : ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে হতাশায় চাঁদপুরের জেলেরা। এর প্রভাব পড়েছে চাঁদপুরের পাইকারি মাছের বাজারে। ফলে আকারভেদে ইলিশের দাম এখন বেশ চড়া।
শনিবার (১২ আগস্ট) চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই মাছের বাজার ক্রেতা-বিক্রেতার হাঁকডাক। ইলিশ নিয়ে চলছে দরদাম। তবে ক্রেতা সমাগম থাকলেও বাজারে নেই রুপালি ইলিশের পর্যাপ্ত সরবরাহ। তাই বাজারে নানা আকারের ইলিশ মিললেও দাম এখন নাগালের বাইরে।
দক্ষিণের সাগর থেকে ইলিশ নিয়ে ফেরা জেলেরা জানান, জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিনভর জাল ফেলেও তাতে ধরা দিচ্ছে না রূপালি ইলিশ। এতে শুধু কষ্টই বাড়ছে। তাই হিসেব মিলছে না আয়ের খাতায়।
কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় ব্যবসায়ও মন্দাভাব যাচ্ছে বলে জানায় বড়স্টেশনের ব্যবসায়ীরা।
চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক জানান, এভাবে চলতে থাকলে চরম ক্ষতির মুখে পড়তে হবে মাছ ব্যবসায়ীদের। কারণ, এর পেছনে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন তারা। আর দাম চড়া থাকায় ক্রেতারাও ইলিশের স্বাদ নিতে খাচ্ছেন হিমশিম।
বড় আকারের প্রতি মণ ইলিশ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮০-৮৫ হাজার টাকায়। মাঝারি আকারের প্রতি মণ ৬০-৬৫ হাজার এবং ছোট আকারের প্রতি মণ ৩৮-৪০ হাজার টাকা।
আব্দুল বারী জমাদার আরও জানান, শনিবার বড়স্টেশন পাইকারি মাছ বাজারে সব মিলিয়ে ইলিশের সরবরাহ ছিল ২০০ মণ। মৌসুমের এ সময়ে অন্য বছর বাজারে সরবরাহ থাকে দেড় হাজার থেকে ২ হাজার মণ পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।