শব্দের চেয়েও ৫ গুণ দ্রুত, আসছে হাইপারসনিক ড্রোন!

Dron

আন্তর্জাতিক ডেস্ক : অ্যারোস্পেস প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন আনতে একসঙ্গে কাজ করবে কামিংস অ্যারোস্পেস ও এটিআরএক্স। সম্প্রতি তারা একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে শব্দের চেয়েও পাঁচ গুণ দ্রুতগতির হাইপারসনিক ড্রোন তৈরির প্রকল্প হাতে নিয়েছে।

Dron

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এটিআরএক্সের উচ্চ-গতির এয়ার টার্বো রকেট ইঞ্জিনকে কামিংস অ্যারোস্পেসের হেলহাউন্ড ড্রোন-এর সঙ্গে একীভূত করা। এতে এমন একটি মানববিহীন বিমান (UAS) তৈরি হবে, যা স্বল্প ব্যয়ে অতিদ্রুতগতিতে উড্ডয়ন করতে পারবে। সামরিক প্রযুক্তিতে এটি এক নতুন বিপ্লব আনবে, কারণ এই হাইপারসনিক ড্রোন শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করে নজিরবিহীন গতিতে অভিযান চালাতে সক্ষম হবে।

দীর্ঘমেয়াদে, প্রতিষ্ঠান দুটি এমন মহাকাশযান তৈরির পরিকল্পনাও করছে, যা সরাসরি রানওয়ে থেকে উড্ডয়ন করে কক্ষপথে পৌঁছাতে পারবে। কামিংস অ্যারোস্পেসের সিইও শীলা কামিংস বলেন, “ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে উচ্চ-গতির বিমানের গুরুত্ব অপরিসীম।”

এটিআরএক্সের সিইও ফেলিক্স বুস্টোস III-এর মতে, “এই প্রযুক্তি শুধু সামরিক ব্যবহারের জন্যই নয়, বরং ভবিষ্যতের স্যাটেলাইট উৎক্ষেপণ ও মহাকাশ গবেষণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

iPhone 17 Pro কনসেপ্ট রেন্ডার ফাঁস! জেনে নিন সম্ভাব্য ডিজাইন ও ফিচার

এই অত্যাধুনিক ড্রোন অ্যারোস্পেস শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: পিআর নিউজওয়্যার