বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দিল্লিতে শুরু হয়েছে অটো এক্সপো। মেলায় চমক নিয়ে হাজির হয়েছে একাধিক অটোমোবাইল কোম্পানি। প্রকাশ্যে এসেছে একাধিক কোম্পানির নতুন গাড়ি, যা তাক লাগিয়েছে পুরো বিশ্বকে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে হুন্দাই। কোম্পানিটি তাদের ই-কার, হুন্দাই আইওনিক ৬ প্রকাশ্যে এনেছে।
বলা হচ্ছে, হুন্দাইয়ের এই গাড়ি বিশ্বের জনপ্রিয় গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলার গাড়িকে টেক্কা দেবে। একবার চার্জে চলবে ৬০০ কিলোমিটার।
এই গাড়িতে ইজিএমপি ক্যাচ বোর্ড আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। রয়েছে ভেহিকেল টু লোড সুবিধা। এর ফলে বাড়িতে হোম অ্যাপ্লায়েন্সের মতো পাওয়ার প্লাগে চার্জ করা যাবে।
গাড়িটি লম্বায় ৪৮৫৫ মিলিমিটার, চওড়ায় ১৯৮০ মিলিমিটার, উচ্চতা ১৪৯৫ মিলিমিটার এবং ২৯৫০ মিলিমিটারের হুইল বেস রয়েছে।
এটি হুন্দাইয়ের তৃতীয় ইলেকট্রিক গাড়ি। এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ লাখ টাকা।
টাচস্ক্রিন এবং অ্যান্ড্রয়েড সাপোর্টেড নেভিগেশনসহ আসছে Tork Kratos X ইলেকট্রিক বাইক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।