বিনোদন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ক্যামেরার সামনে কথা বলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি তরুণদের ভালোবাসা নিয়ে বলেন, এমন কিছু করা উচিত নয় যাতে পরিবার কিংবা বাবা-মা কষ্ট পান। আর অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়।
সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নে ব্যক্তি অপু বিশ্বাস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি একেবারেই একজন সহজ সরল মানুষ। তবে খুবই ঠোঁট কাটা স্বভাবের। আমি সামনেই সবকিছু বলে দেই।’
প্রেমিকা হিসেবে তিনি কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রেমিকা হিসেবে আমি একদমই ভালো নই কারণ ম্যান ম্যানা কথা আমি বলতে পারি না।’
ভালোবাসায় বয়সের বাধা নিয়ে তিনি বলেন, ‘ভালোবাসা পবিত্র। নিজের ইচ্ছা শক্তির প্রাধান্য দিতে হবে। তবে সেই কাজটাকে আমি কখনই ভালো বলবো না যেটা সমাজের ওপর খারাপ প্রভাব পড়ে।’
ভালোবাসা দিবসে শাকিব খান প্রসঙ্গে কথা বলতে রাজি হননি এই নায়িকা।
বন্ধন বিশ্বাস পরিচালিত ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত ‘ছায়াবৃক্ষ’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারি মাসে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। ১৬ ফেব্রুয়ারি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে চিঠি দেয়া হয়েছে।
‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি তৈরি হয়েছে দেশের চা শ্রমিকদের জীবনের কাহিনী ও বিভিন্ন টানাপোড়েন নিয়ে। সিনেমাটিতে নিরব-অপু ছাড়াও রয়েছে কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খানসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।