বীরের মা-বাবা দুটোই আমি: বুবলী

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা বুবলীকে নিয়ে গত ঈদ থেকেই নানা গুঞ্জন আর আলোচনা হচ্ছে। তবে অতি সম্প্রতি অপু বিশ্বাস ও তার সন্তান জয়ের আমেরিকা ভ্রমণের একটি ভিডিও লিক হয়ে যাওয়ার পর অনেকেই বলছেন বুবলীও খুব শিগগিরই যাচ্ছেন আমেরিকায় তার সন্তান বীরকে নিয়ে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি বিচ্ছিন্নভাবে প্রকাশও পেয়েছে। এ বিষয়ে বুবলীকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করেন যে, বিষয়টি পুরোপুরিই ভিত্তিহীন। বুবলী বলেন, ‘নিজের কাজ আর শেহজাদকে নিয়ে এতটা ব্যস্ত সময় পার করছি। এর ভেতরে এ সকল খবর সত্যিই বিভ্রান্ত করে আমাকে। কারণ আপনারা অনেকেই জানেন, আমি অনেকগুলো ছবিতে চুক্তিবদ্ধ, সেগুলোর ধারাবাহিক কাজ করতে হচ্ছে। আর বীরের মা-বাবা দুটোই যেহেতু আমি তাই দায়িত্বটাও অনেক।’

উল্লেখ্য, শাকিব-বুবলী জুটি থেকে বেরিয়ে অনেকেই ভেবেছিলেন বুবলী তার সলো ক্যারিয়ার আবার নতুন করে করাটা হয়ত সম্ভব হবে না। কিন্তু বুবলী নিজেকে প্রমাণ করেছেন নিজের চেষ্টাতেই। বুবলীর কথায়, ‘এটা বলতে পারেন নতুন করেই একটু একটু করে শুরু করা। তবে আমার পরিশ্রম আর আত্মপ্রত্যয়ই এখানে নিয়ে এসেছে। আমার কৃতজ্ঞতা আমার নির্মাতা কো-আর্টিস্ট ও আমার দর্শকদের প্রতি।’

উল্লেখ্য, কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রহেলিকা’ ছবিতে বুবলীর অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। মাহফুজ আহমেদের সাথে তার এই স্ক্রিন শেয়ার দারুণ মুগ্ধতা নিয়ে দেখেছেন দর্শকরা। ছবিটি নির্মাতা চয়নিকা চৌধুরী ও অভিনেতা মাহফুজ আহমেদ বুবলী অভিনয় নিয়ে ভুয়সী প্রশংসা করেছেন একাধিক ইন্টারভিউতে। সর্বশেষ একটি ইন্টারভিউতে বুবলী তার নিজের বৈবাহিক অবস্থান, শাকিব খানের সাথে সংসার ও সম্পর্ক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এরপরই মূলত নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে মনোযোগী এখন বুবলী। তাই বিভিন্ন সময় যে সকল বিচ্ছিন্ন খবর প্রকাশ পায় তা নিয়ে মোটেই চিন্তিত নন তিনি। বুবলী বলেন, ‘আমি আমার জীবন ও সন্তানকে লালন-পালন নিয়েই আপাতত ভাবছি। অন্য কোনোকিছু নিয়ে আমার ভাবার সময় নেই। আগ্রহ বা কৌতুহলও নেই। সন্তানকে নিয়ে যেন ভালো থাকতে পারি সেই দোয়াটাই সবার কাছ থেকে চাই।’

গত ঈদে প্রহেলিকা ছাড়াও সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ ছবিটি মুক্তি পায়। এই ছবিতে নিরবের বিপরীতে দেখা যায় বুবলীকে। সেক্ষেত্রে এবার দুটি ছবি নিয়েই সমানভাবে প্রচারণা করে গিয়েছেন। বুবলীর মতে, ‘আমি একজন পেশাদার অভিনেত্রী। সেক্ষেত্রে দুটো ছবিই আমার নিজের। তাই দুটিতেই আমি সমান ভালোবাসা ও মনোযোগ নিয়ে কাজ করেছি এবং দুটো দুই ধরনের গল্পের চলচ্চিত্র। তাই দর্শকরাও আমার বিভিন্ন বৈচিত্র্যে দেখেছেন।’

উল্লেখ্য, সামনে বুবলী অভিনীত বেশ কিছু চলচ্চিত্র ছাড়াও ওটিটি প্লাটফর্মে একটি ওয়েব সিরিজের কাজে দেখা যাবে বলে জানা যায়। তবে সবকিছু চূড়ান্ত হলেই তিনি জানাবেন।