বিনোদন ডেস্ক : ‘বিশ্বকাপ ক্রিকেট ২০২৩’-এ আজ সকাল ১১টায় নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ ও বাংলাদেশের বিশ্বকাপ সফর নিয়ে বলেছেন ক্রিকেট সঞ্চালক নীল হুরেরজাহান।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা এখনো আছে বাংলাদেশের। আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে পুরোপুরি নিশ্চিত। হারলেও সুযোগ থাকবে, তবে হারের ব্যবধানটা হতে হবে কম।
ভালো একটা ম্যাচ প্রত্যাশা করছিবাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি পরিসংখ্যানে যোজন এগিয়ে অজি বাহিনী।
২১ ওয়ানডেতে অজিদের ১৯ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র একটিতে, ফলাফল হয়নি এক ম্যাচে। ২০০৫ সালে কার্ডিফে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ত্রিদেশীয় ন্যাটওয়েস্ট সিরিজে অজিদের বিপক্ষে একমাত্র জয়ের স্মৃতি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে আমরা সবাই হতাশ।
আমরা দর্শকরা ধরেই নিয়েছিলাম শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেদারল্যান্ডস-এর মতো দলকে অবশ্যই হারাতে পারবে।
এর মধ্যে দুটি দেশকে হারানো গেছে। বড় দলগুলোর সঙ্গে তো খুব বাজেভাবে হারলাম। আমরা বড় দলের সঙ্গে বাজেভাবে হেরেছি, এটা কিন্তু অনেকটাই অতীত হয়ে যাচ্ছিল।
আমরা মোটামুটি সব ম্যাচেই ফাইট দেওয়ার সামর্থ্য রাখি। তার পরও পজিটিভ ভাইভটা রাখতে চাই।
অস্ট্রেলিয়া দলের যেকোনো খেলোয়াড় একাই ম্যাচ জেতাতে পারেন। এমন বড় ম্যাচে সাকিব আল হাসানের না থাকাটা হয়তো টিমের মনোবল আরো ভেঙে দেবে। বিশ্বকাপে আমাদের শেষ ম্যাচ।
যেভাবেই হোক ভালো একটা ম্যাচ দেখার প্রত্যাশা করছি।
বিশেষ করে ওপেনারদের কাছ থেকে একটা ভালো জুটি প্রত্যাশা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।