জুমবাংলা ডেস্ক : সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমাকে ৫ হাত লম্বা ৪ হাত চওড়া একটি সেলে ফাঁসির আসামির সঙ্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা ও ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে হাজির হয়ে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে এসব কথা বলেন তিনি।
পলক জানান, তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ডিভিশন পাচ্ছেন না। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৫ হাত লম্বা ৪ হাত চওড়া একটি সেলে রাখা হয়েছে। এ কারাগারের বেশিরভাগ আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না।
এ সময় আদালত তাকে লিখিত আবেদন করার নির্দেশ দেন।
এদিন জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করে রাজধানীর শাহবাগ থানার রিয়াজ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করে উক্ত মামলায় পলককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।