‘শুধু ভালো নয়, আমি সেরা চুমু খাই’, দাবি ইমরান হাশমির

Emraan Hashmi

বিনোদন ডেস্ক : ইমরান হাশমির সিনেমা মানেই নব্বই দশকের ছেলে মেয়েদের কাছে এক অতি গোপন বিষয়। বড়দের সঙ্গে তো একেবারেই দেখা যাবে না। লুকিয়ে দেখতে হবে। কেন? ছবিতে ভর্তি চুম্বন দৃশ্য, ঘনিষ্ট মুহূর্ত ইত্যাদি। বলিউডের কিসার বয় তার অভিনয়, লুকস এবং চুমুর পারদর্শিতা দিয়ে বহু মানুষের মন জিতেছেন। এবার সেই বিষয়ে মুখ খুললেন।

Emraan Hashmi

আগামীতে করণ জোহর প্রযোজিত সিরিজ শোটাইমে দেখা যাবে ইমরান হাশমিকে। তার চরিত্রটি ধূসর বর্ণের। সদ্যই প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজটির টিজার। সেখানেই একটি মজার কথোপকথনে যোগ দিতে দেখা যায় মৌনি রায়, ইমরান হাশমি, শ্রিয়া শরণ প্রমুখকে।

এই ইভেন্টে করণ জোহর ইমরান হাশমিকে জিজ্ঞেস করেন তার বিষয়ে এমন কোন গুজব আছে যা তিনি নস্যাৎ করতে চান। এর উত্তরে অভিনেতা বলেন, ‘সবাই ভাবে আমি ভালো চুমু খাই। কিন্তু সেটা নয়। আমি সেরা চুমু খাই।’ তার এই উত্তর শুনে উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়েন।

শোটাইম সিরিজে ইমরান হাশমিকে একজন প্রযোজকের ভূমিকায় দেখা যাবে যার সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে আসা এক নতুনের সঙ্গে সংঘাত বাঁধবে। রাজীব খান্ডেলওয়ালকে এখানে একজন সুপারস্টারের চরিত্রে দেখা যেতে চলেছে। মৌনি রায় হয়েছেন ইমরান হাশমির স্ত্রী। তিনি ভীষণ গ্ল্যামারাস। নাসিরউদ্দিন শাহকে দেখা যাবে একটি ফিল্ম স্টুডিওর কর্ণধার হিসেবে। আগামী ৮ মার্চ মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

প্রসঙ্গত, ইমরান হাশমিকে সর্বশেষ দেখা গেছে ‘টাইগার ৩’ সিনেমায়। সেখানে তিনি খলনায়কের ভূমিকায় হাজির হয়েছিলেন তিনি। এছাড়া তার এবং অক্ষয় কুমার অভিনীত সেলফি সিনেমাটিও গত বছর মুক্তি পেয়েছে।