বিনোদন ডেস্ক : শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সাবলীল বক্তব্য দিয়ে শিরোনাম হয়েছেন একাধিকবার। বিশেষ করে নারীঘটিত বিভিন্ন বিষয় জায়েদ খানকে রেখেছে আলোচনায়। সবশেষ শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে এখনও জটিলতা আছে। বিষয়টি আদালতে বিচারাধীন। এ অবস্থায় নিপুণ আক্তার দায়িত্ব পালন করতে পারবেন বা পারবেন না–এ নিয়ে দুই পক্ষের দুই বক্তব্য।
যদিও নিপুণকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানিয়েছেন জায়েদ খান। শুক্রবার (১১ জুন) রাজধানীর মধুমিতা সিনেমা হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বান করেন জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘আমি শিল্পীদের ভোটে নির্বাচিত। ভোটে আমি শিল্পীদের অভিভাবক, একটা মানুষ অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত। সে জোর করে যদি সেক্রেটারি হয় কিছু করার নেই।’
জায়েদ খান আরও বলেন, ‘শিল্পীদের স্বাধীন মতামতের ভোটে আমি নির্বাচিত, ১৭৬ ভোট। আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছে ১৬৩ ভোট। তারপরও তিনি জোর করে বসেছেন। আমি মারামারি করতে যাইনি, মেয়েদের সাথে এটা নিয়ে মারামারি করা আমার সাজে না।’ যোগ করে জায়েদ খান আরও বলেন, ‘আমার সময় শিল্পী সমিতির একটা আওয়াজ ছিল। সিনিয়র-জুনিয়র শিল্পীদের নিয়ে সব শিল্পীকে একত্রিত করে আমি বিভিন্ন মিলনমেলা করেছি। এখন সেটা বন্ধ।’
নিপুণের উদ্দেশে জায়েদ বলেন, ‘পরিচ্ছন্ন থাকা উচিত। জোর করে চেয়ারে বসে ভালোবাসা নষ্ট করা উচিত না। বেআইনিভাবে, অগঠনতান্ত্রিক, অনির্বাচিতভাবে চেয়ারে বসা শিল্পীর জন্য অপমানজনক। আমি মনে করি এটা অসৌজন্যমূলক কাজ। এটা ঘৃণ্য কাজ, এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। নিজের পরাজয় মেনে যিনি জয়ী তাকে ফুল দিয়ে বরণ করা উচিত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।