আমি এমন শিল্পী, যাকে টিকিট কেটে দেখতে হতো: রত্না

রত্না

বিনোদন ডেস্ক : এক সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ছিলেন রত্না। কিন্তু বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন এই নায়িকা। সম্প্রতি ‘আমি এমন শিল্পী, যাকে টিকিট কেটে দেখতে হতো’ বলে মন্তব্য করেন রত্না। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই তারকাদের দেখা যায়। তবে এ দিক থেকে নেটমাধ্যমে সরব থাকলেও নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন রত্না।

রত্না

অভিনেত্রী বলেন, আমি ভাইরাল যুগের শিল্পী না। এমন শিল্পী যে, টিকিট কেটে হলে গিয়ে যদি না দেখত তাহলে কখনোই দেখা সম্ভব হতো না। কিন্তু বর্তমানে শিল্পী দেখা খুব সহজ! আগে একজন শিল্পীকে দিয়ে কোনো কিছুর প্রচারণা করাতে চাইলে লাখ-লাখ টাকা গুনতে হতো।

রত্না আরও বলেন, এখন আমরা নিজেদের এতটা সস্তা করেছি যে, আমাদের কিছু শিল্পীরা যেখানে-সেখানে রেস্টুরেন্টে গিয়ে ছবি দিয়ে ফ্রি-তেই প্রচারণা করছে। এতে কিন্তু নিজেরাই নিজেদের সস্তা করে ফেলছি। শিল্পীদের মান কিন্তু শিল্পীরাই কমিয়ে আনছি, নষ্ট করছি।

শিক্ষক-ছাত্রী ধরা খেলেন আপত্তিকর অবস্থায়! ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, বর্তমানে নিজের সংসার আর ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রত্না। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইম মেশিন’। এ ছাড়া সত্যরঞ্জন রোমান পরিচালিত ‘পরাণ পাখি’-তে পাখি চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও সিনেমার কিছু অংশের শুটিং বাকি আছে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে রত্না অভিনীত সিনেমা ‘নষ্ট মুন্না’, ‘কঠিন লড়াই’, ‘অরুণ বরুণ কিরণমালা’।