‘ডায়মন্ড স্যারের ফোন পেয়ে জরুরি দেশে এসেছি’

অধরা খান

বিনোদন ডেস্ক : দুই মাসেরও বেশি সময় আমেরিকা ও কানাডায় অবস্থান করেছেন চিত্রনায়িকা অধরা খান। সম্প্রতি সেখান থেকে দেশে ফিরেছেন। উদ্দেশ্য, শুটিং চলতি একটি সিনেমার কাজ শেষ করা। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত এ সিনেমার নাম ‘দখিণ দুয়ার’। ঢাকা এসেই দুই দিন এ সিনেমার ডাবিং করেছেন। গতকাল করেছেন কিছু ‘প্যাচ’ অংশের শুটিং। এর মধ্য দিয়ে সিনেমাটির যাবতীয় কাজ শেষ করেছেন তিনি।

অধরা খান

এ প্রসঙ্গে অধরা খান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে কানাডা গিয়েছিলাম। আরও কয়েকটি দেশ ঘুরে বেড়ানোর ইচ্ছা ছিল; কিন্তু সেখান থেকে ডায়মন্ড স্যারের ফোন পেয়ে আমাকে জরুরি দেশে আসতে হলো। এসেই এ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছি। কিছু শুটিংও বাকি ছিল। সেটাও শেষ করেছি। আবারো কানাডা যাব। সেখানে আমার ছোট বোন পড়াশোনা করে। তাকে সময় দেব কিছুদিন।’

তিনি আরও বলেন, ‘দখিণ দুয়ার সিনেমাটি ডাবিংয়ের সময় যতটুকু দেখেছি এবং শুটিংয়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি- সব মিলিয়ে খুব ভালো হয়েছে। জীবন ঘনিষ্ঠ গল্পের এ সিনেমা দর্শকের কাছে ভালো লাগবে বলে আশা করছি।’

এবার দাম বাড়ালেন সাই পল্লবী

অধরা অভিনীত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘সুলতানপুর’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। অধরা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে- ‘মাতাল’, ‘নায়ক’, ‘পাগলের মতো ভালোবাসি’।