বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের মাত্র এক বছর হলো। এর মধ্যেই অভিনয় গুণে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন নাজনীন নাহার নিহা। এবার ঈদেও তিনটি নাটকে অভিনয় করেছিলেন; কিন্তু এর মধ্যে প্রচারে এসেছে একটি, ‘লাভ রেইন’। তৌসিফ মাহবুবের বিপরীতে নাটকটিতে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
অভিনেত্রী জানান, ঈদের জন্য তিনটি নাটকে কাজ করেছিলেন কিন্তু একটি প্রচারে এলেও বাকি দুটি এখনো আসেনি। তার জন্য খানিক মন খারাপও তার।
এদিকে গতকাল ছিল তার জন্মদিন। সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় দিনভর সিক্ত হয়েছেন। দেশ রূপান্তরকে নিহা বললেন, ‘বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই কাটিয়েছি। কোনো শুটিং রাখিনি। তা ছাড়া সবার কাছ থেকে অনেক অনেক শুভেচ্ছা পেয়েছি, যাতে আমি বেশ আপ্লুত।’
ঈদের পর অনেকটা দিন পেরিয়ে গেলেও এখনো শুটিংয়ে ফেরা হয়নি নিহার। আগামী রবিবার থেকে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, ‘এখনো কাজ শুরু করিনি। সামনে করব। আর আমি তো এমনিতেই অনেক কম কাজ করি। দেখা গেল, অনেক কাজ করলাম কিন্তু ভালো হলো না। সেসব কাজ করে তো লাভ নেই। তাই কম করব, তাও ভালো কিছু করব। এবার একটু চেষ্টা করব সংখ্যাটা আরেকটু বাড়ানোর, তবে অসংখ্য না।’
ওটিটি কিংবা সিনেমার কাজের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘প্রস্তাব তো আসেই। আসে না যে, তা না। কিন্তু আমি এখনই প্রস্তুত না। অভিনয়ই তো এখনো ভালোভাবে করতে পারি না। আগে সেটা শিখি। আরও সময় লাগবে। তাড়াহুড়ো করে কিছু করতে চাই না। তা ছাড়া আমার বিষয়ে সবকিছুর সিদ্ধান্ত আমি নিই না, মেজবাহ উদ্দিন ভাইয়া নেয়। তিনি আমার ফুফাতো ভাই। শুরু থেকেই আমার সবকিছুর বিষয়ে তিনি সিদ্ধান্ত নেন। বাবার পরে তিনিই আমার একমাত্র অভিভাবক।’
জানা গেছে, জাকারিয়া সৌখিনের আসন্ন দুই নাটকে দেখা যাবে তাকে। সেগুলো শুটিং শুরু হতে আর কিছু সময় বাকি। এই পরিচালকের সঙ্গে অভিনেত্রীর ‘মন দুয়ারে’ নাটকটি রয়েছে প্রচারের অপেক্ষায়। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।