আন্তর্জাতিক ডেস্ক : সাপ ধরে জীবিকা ধারণ করেন কালি সি। ৪৩ বছর বয়সী এই ভারতীয় সাপ ধরে যে অর্থ আয় করেন তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তার স্ত্রীর নাম আলামেলু (৩৮)। তিনি একটি কুকুর, চারটি ইঁদুর এবং একটি প্রশিক্ষিত বেজি পালন করেন।
এই দম্পতির সিধু (২২) এবং সন্ধ্যা (২১) নামের দুজন কন্যা সন্তানও রয়েছে। ছুটির দিনে তাদের সঙ্গী হন তাদের দুই কন্যা।
মাত্র ১১ স্কয়ার মিটারের একটি ছোট ঘরে তাদের বসবাস। ভারতের তামিল নাড়ুর চেনগালপেট্টুতে তারা থাকেন। চেন্নাই থেকে এর দুরত্ব মাত্র ৫০ কিলোমিটার।
কালি একটি প্রতিষ্ঠানের হয়ে চুক্তি ভিত্তিক কাজ করেন। এজন্য তাকে ইরুলা স্নেক ক্যাচার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি মাসে ১৯ হাজার রুপি বেতন দেয়। তবে বছরে তাকে ৭ মাস বেতন দেওয়া হয়। খবর: আল জাজিরা
এছাড়া তাকে প্রতিমাসে কমিশন ধরে আরও ৪ হাজার ৮০০ রুপি দেওয়া হয়। ভারতে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সাপ ধরা নিষেধ। এ সময় কালির সাপ ধরার চাকরি আর থাকে না। ফলে জীবন ধারণের জন্য তিনি মাছ ধরা এবং কৃষি কাজ করে থাকেন। এ কাজ করে তিনি মাসে ৭ থেকে ১০ হাজার রুপি আয় করেন। অন্যদিকে কালির স্ত্রী হাতে ঝুড়ি তৈরি করে কিছু অর্থ আয় করেন।
কালি তার পরিবারের জন্য প্রতি মাসে ২২ হাজার ৮০০ রুপি ব্যয় করেন। তবে এ অর্থের মধ্যে তিনি ৮ হাজার ৭০০ রুপি ঋণ দিয়ে থাকেন। বাকী ১৪ হাজার ১০০ রুপি ভরণ পোষণের জন্য ব্যয় করেন।
কালি তার বাবার কাছ থেকেই সাপ ধরার কৌশল আয়ত্ব করেন। কিন্তু বর্তমানে জীবন যাত্রার মান বেড়ে যাওয়ার ফলে এই পেশায় থেকে যে আয় হয় তা দিয়ে তার সংসার চলে না। এজন্য তার পক্ষে মাছ কিংবা মাংস খাওয়া সম্ভব হয় না। মাংসের চাহিদা পূরণের জন্য তারা অনেক সময় ইঁদুর এবং সাপ খেয়ে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।