বিনোদন ডেস্ক : এর মাঝেই ‘বসন্ত এসে গেছে’ কলকাতার অভিনেত্রী স্বস্তিকা দত্তের জীবনে। যদিও সর্দিজ্বরে ভুগছেন অভিনেত্রী। বসন্তকাল বেশ পছন্দ স্বস্তিকার। তবে দোল খেলেন না। কোনও দিনই রং খেলেননি তিনি। স্বস্তিকার কথায়, ‘আমি রং খেলি না। তবে বসন্তে প্রকৃতি যেন ফুল-ফলে নতুন করে সেজে ওঠে। এই নতুনের আগমন ভাল লাগে। পরিবেশটা ভীষণ মনোরম থাকে। বসন্তের হাওয়াও বেশ পছন্দ। তবে ছোটবেলায় এক রকম ভাবে বসন্ত উদ্যাপন করা হত। এখন অবশ্য কাজের মধ্যে সবটা কেটে যায়।’
অভিনেত্রী না হয় নিজে থেকে রং খেলেন না। কিন্তু, কেউ কি রং লাগতে চান না তাঁকে? স্বস্তিকার জবাব, ‘সবাইকে রং লাগাতে আমি দিই না।’
বসন্ত ও প্রেম তো পরিপূরক! এই বসন্তে কখনও পুরনো কথা মনে পড়ে তাঁর? স্বস্তিকা জানান, সে সব কথা বলতেই চান না আর। কিন্তু দোলে কি গৃহবন্দি থাকবেন অভিনেত্রী? তা এখনও ঠিক করেননি বলেই জানিয়েছেন স্বস্তিকা। তবে এ বারের বসন্তের আগমনেই তাঁর নতুন সিরিজ ‘বসন্ত এসে গেছে’র পোস্টার প্রকাশ্যে এসেছে।
আগামী ১১ মে থেকে একটি বাংলা ওটিটি প্ল্যাটফর্মে শুরু হবে স্ট্রিমিং। এই সিরিজে তাঁকে এমন এক জনের চরিত্রে দেখা যাবে যে মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই করছে। স্বস্তিকার কথায়, ‘এমন একটা চরিত্র, যা আগে কখনও করিনি। তাই খুব পরিশ্রম করতে হয়েছে , প্রস্তুতিও নিতে হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।