বিনোদন ডেস্ক : আগামী আগস্টের প্রথম সপ্তাহে টানা তিন দিন গান শোনাবেন আরমীন মুসা। গানের মানুষ হলেও সম্প্রতি মঞ্চনাটকে অভিষেক হয়েছে তাঁর। অভিনয় করেছেন সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ‘আমি বীরাঙ্গনা বলছি’ নামের মঞ্চনাটকে। নতুন কনসার্ট ও অভিনয় প্রসঙ্গে আরমীন মুসার সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
টানা তিন দিনের কনসার্ট নিয়ে আসছেন। কনসার্টটি সম্পর্কে জানতে চাই।
গত বছর থেকে ‘ব্যাক ফর মি’ শীর্ষক কনসার্টের একটি সিরিজ শুরু করেছিলাম। সেটা শেষ করতে পারিনি। অন্যান্য কাজে ব্যস্ত থাকায় সময় বের করতে পারিনি। এবার আনুষ্ঠানিকভাবে সেই সিরিজটি শেষ করতেই এই কনসার্ট। আগামী ৪ আগস্টের কনসার্ট হবে ঢাকার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ এবং ৫ তারিখে বনানীর যাত্রাবিরতিতে। ৬ তারিখের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া আরও একটি কনসার্ট নিয়ে আলোচনা হচ্ছে। চূড়ান্ত হলে জানাব।
বড় করে একটি কনসার্ট করতে পারতেন। তা না করে পর পর তিনদিন কনসার্ট করার কারণ কী?
শ্রোতাদের একটু রিলিফ দেওয়ার জন্যই একটি বড় কনসার্ট না করে ছোট ছোট কয়েকটি কনসার্ট করার পরিকল্পনা করেছি, যেন দর্শক-শ্রোতারা যাঁর যাঁর সুবিধাজনক ভেন্যুতে গান শুনতে পারেন।
এই সিরিজে কয়টি শো করা হয়েছে?
দেশ-বিদেশ মিলিয়ে ২০টির মতো কনসার্টে পারফর্ম করেছি। সব জায়গা থেকেই শ্রোতাদের ভালো সাড়া পেয়েছি।
কনসার্টে বিশেষ কোনো চমক থাকছে?
৬ তারিখে যে কনসার্টটি হবে, সেটা অনলাইনেও দেখা যাবে। ওই কনসার্টে দেশের বাইরের অনেকেই থাকবেন, যাঁরা আমার সঙ্গে গান করেছেন কিংবা বাজিয়েছেন। এ ছাড়া সেদিন নতুন একটি গানের মিউজিক ভিডিও রিলিজ করব। ইতিমধ্যে গানটির কাজ শেষ হয়েছে। কনসার্টের পর ইউটিউবে রিলিজ করা হবে গানটি। এ ছাড়া কনসার্ট শেষে আমরা একটি টি-শার্ট বের করব, ডিজাইন হিসেবে এই সফরের সব আয়োজনের তারিখ, স্থান ও আমাদের টিমের সবার নাম থাকবে। যেটাকে ট্যুরিং মার্চেন্ডাইজিং বলা হয়।
সম্প্রতি মঞ্চনাটকে অভিনয় করলেন। এ বিষয়ে কিছু বলুন?
সৈয়দ জামিল আহমেদ স্যারের নির্দেশনায় ‘আমি বীরাঙ্গনা বলছি’ নামের মঞ্চনাটকে অভিনয় করেছি। নীলিমা ইব্রাহিমের লেখা ‘আমি বীরাঙ্গনা বলছি’ বই অবলম্বনে তৈরি হয়েছে নাটকটি। এবারই প্রথম অভিনয় করলাম। টানা ১৫ দিনে ২১টি শো হয়েছে।
কেমন ছিল অভিনয়ের অভিজ্ঞতা?
এককথায় অসাধারণ। অভিনয় করার ইচ্ছাটা আগে থেকেই ছিল। তবে শুরুটা সৈয়দ জামিল আহমেদ স্যারের নাটক দিয়ে হবে ভাবিনি। তিনি গুণী মানুষ। তাঁর চিন্তাভাবনা দূরদর্শী। এমন একজন মানুষের নির্দেশনায় অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।
দর্শকের সামনে মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করার সময় নার্ভাস লাগেনি?
অভিনয়ে প্রথম হলেও স্টেজে অনেক দিন ধরেই পারফর্ম করছি। তবু, প্রথম দিন মঞ্চে ওঠার পর নিজেকে একেবারে জিরো মনে হচ্ছিল। মনে হচ্ছিল, আমি জীবনেও মঞ্চে উঠিনি। অথচ, স্টেজের সঙ্গে আমার পথচলা ১২ বছর ধরে। মঞ্চে পারফর্ম করার আগে আমরা দীর্ঘ সময় অনুশীলন করেছি। জামিল স্যার আমাকে সবকিছুই রপ্ত করিয়েছেন। স্টেজে দর্শকের সামনে কীভাবে সামলে নিয়ে নিজের সেরাটা দেওয়া যায়, সেটাও শিখিয়েছেন। তাই মানিয়ে নিতে বেশি সময় লাগেনি।
প্রথমবার মঞ্চে অভিনয়, তাও আবার পুরুষ চরিত্রে। কতটা চ্যালেঞ্জিং ছিল?
ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তবে চ্যালেঞ্জটা পূর্ণ করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলাম। অভিনয়টা ভালোভাবে করার জন্য বাকি সবকিছু থেকে বিরতি নিয়েছিলাম। যেন পুরো মনোযোগ অভিনয়ে দিতে পারি। এ কারণেই হয়তো সঠিকভাবে কাজটা করতে পেরেছি।
অভিনয়ে কেমন সাড়া পেলেন?
প্রত্যাশার চেয়েও বেশি। আমরা ১৫ দিনে ২১টি প্রদর্শনী করেছি। একই দিনে একাধিক শোও ছিল। ঈদের সময়েও শো চলেছে আমাদের। সব শো হাউসফুল ছিল। আমি নিজে সব সময় খোঁজখবর রেখেছি। দর্শক খুব প্রশংসা করেছে। আমার অভিনয়েরও প্রশংসা শুনেছি।
অভিনয়ে নিয়মিত হবেন?
ইচ্ছা আছে। দেখা যাক সামনে কী হয়। ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলা যায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।