বিনোদন ডেস্ক : ছোট পর্দায় তুমুল জনপ্রিয়তা তার। বড় পর্দায় অভিনয় করেও হয়েছেন প্রশংসিত। বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের একজন তিনি। বলছি মৌসুমী হামিদের কথা।
জীবনে চলার পথে মানুষের ভালোবাসার প্রয়োজন। কিন্তু স্বার্থহীন ভালোবাসা পাওয়া দুর্লভই বটে। যারা নিঃস্বার্থ ভালোবাসা দিতে জানেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। মৌসুমীর মতে, তিনি নিখাদ ভালোবাসাগুলো চিনতে শিখেছেন।
শনিবার (৬ আগস্ট) ফেসবুকে ছোট্ট সহ-অভিনেতার সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে নিখাদ ভালোবাসার গল্প লিখেছেন মৌসুমী হামিদ। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘‘অভিনয়শিল্পীরা যখন সেটে থাকে, তখন তাদের ব্যক্তিগত জীবনের ওপর দিয়ে যত ঝড় বয়ে যাক না কেন, সব ব্যাথা লুকিয়ে হাসিমুখে কাজ করতে হয়। মাঝে মাঝে আমরা পারি না। লুকিয়ে একটু ফাঁকা জায়গা পেলেই সেই ব্যাথা চোখ দিয়ে ঝরতে থাকে। ঠিক তেমনি একটা মুহুর্তে আজকে আমি ধরা খেয়েছি আমার আজকের নাটকের এই ছোট্ট সহ-অভিনেতার কাছে। সে শুধু দেখে চলে গেছে।
তার মাকে বলেছে, ‘আম্মুর’ (আমার) মন খারাপ, দেখলাম লুকিয়ে লুকিয়ে কাঁদছে। কি করা যায়? নিজেই বুদ্ধি বের করে সুতা খুঁজে ফুল কুড়িয়ে আমার জন্য মালা গেঁথেছে। তারপর আমাকে অবাক করে দিয়ে আমার হাতে এই মালা পরিয়ে দিল আর বলল- ‘যে তোমাকে কষ্ট দিতে পারে, সে অনেক অনেক পঁচা।’
এইটুকু বাচ্চার আমার প্রতি এই নিখাদ ভালোবাসা আর মায়া দেখে অনেকক্ষণ কথা বের হয়নি আমার। আমি কৃতজ্ঞ, ভীষণ কৃতজ্ঞ; যারা আমাকে এভাবে ভালোবাসতে পারে তাদের প্রতি। আরও বেশি কৃতজ্ঞ তাদের প্রতি, যারা আমাকে ভালোবাসেনি। কারণ তাদের কারণেই এই নিখাদ ভালোবাসাগুলো আমি এখন চিনতে পারি।
যারা ভালোবাসতে জানে না, তারা যেন সবসময় ভালো থাকে; সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি। আর যারা ভালোবাসতে জানেন তাদের জন্য শুভকামনার দরকার হয় না। তারা এমনিই ভালো থাকে।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।