বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ের পর নতুন এক বাংলাদেশ দেখছে জনগণ। শেষ পর্যন্ত দেশের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।
এদিকে শোবিজের অনেক তারকার সঙ্গেই সখ্যতা ছিল আওয়ামী লীগ সরকার কিংবা শেখ হাসিনার। এর মধ্যে এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।পাশাপাশি বেশ দলটির নানান ধরনের মিটিং-মিছিলেও দেখা যেত বেশ কয়েকজন তারকাকে।
তাদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। সরকারের নানা উদ্যোগের সঙ্গে সহমত জানাতে দেখা গেছে তাকে। এমনকি বিভিন্ন আয়োজনেও উপস্থিত থেকেছেন তিনি।
শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই দিয়েছেন গা ঢাকা। তাই খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠেছে পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যান্যদের মতো তানভীন সুইটিও আত্মগোপনে রয়েছেন কি না?
সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী বলেন, আমি কেন পালাব? আমি তো কোনো অন্যায় করিনি। আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। আমি সেখানে যেতেই পারি।
তানভীন সুইটি আরও বলেন, এমন তো না যে আমি কোনো সুবিধা নিয়েছি। আমি আগে যা ছিলাম, এখনও তাই আছি। তাই আমার সঙ্গে কারও কোনো বৈরী সম্পর্ক হবে না আশা করছি।
কথা প্রসঙ্গে অভিনেত্রী জানান, আবার অভিনয়ে আসবেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন। সবকিছু আগের মতো হলেই পর্দায় দেখা যাবে তানভীন সুইটিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।