বিনোদন ডেস্ক : গত ২৭ নভেম্বর সাইসাবুদ করে আইনি বিয়ে সেরেছেন পরমব্রত-পিয়া চক্রবর্তী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কিছু ছবি ছড়িয়ে পড়ে। যেখানে পরম-পিয়ার সঙ্গে নজর কাড়ে একটি শিশু। এরপরই গুঞ্জন ওঠে—সন্তানের মা হয়েছেন পিয়া চক্রবর্তী! আদতে বিষয়টি গুজব।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেন পিয়া। তিনি লেখেন, ‘জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনো সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়।’
শিশুটি পরম-পিয়ার বাসায় বেড়াতে আসা অন্য এক দম্পতির। ছবি: ফেসবুক থেকে নেওয়া
পাশাপাশি তিনি এ ধরনের ‘ভুয়া নিউজ’ থেকে ভক্তদের সাবধান থাকতেও আহ্বান জানান। বলেন, ‘দয়া করে ফেক নিউজ ফ্যাক্টরির দ্বারা মুরগি হবেন না।’
জানা গেছে, ফেসবুকে পিয়ার শেয়ার করা ছবিগুলোতে যে শিশুকে দেখা গেছে, সেটি তাঁদের বাসায় বেড়াতে আসা অন্য এক দম্পতির।
প্রসঙ্গত, সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। করোনাকালে অভিনেতা পরমব্রতর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁদের নিয়ে চর্চা। কিন্তু দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলছিলেন না। অবশেষে সত্যি হয় এই গুঞ্জন। বিয়ের পিঁড়িতে বসেন পিয়া-পরমব্রত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।