বিনোদন ডেস্ক : গত মাসে হঠাৎ করেই বিয়ের খবর দিয়ে ফের আলোচনায় আসেন তানজিকা আমিন। অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বসুনিয়ার সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন এ অভিনেত্রী। দাম্পত্য জীবন এবং কাজ সমানতালেই চালিয়ে নিচ্ছেন।
নতুন ওয়েব সিরিজ
অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’র কাজ শেষ করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার। এত ব্রিলিয়ান্ট এবং গোছানো চমৎকার একটা টিমের সঙ্গে কাজ করেছি। সব কিছু দুর্দান্ত ছিল। এখন সিরিজটির ডাবিং চলছে।
এখানে আমার চরিত্রের নাম নূরজাহান। শুধু এতটুকু বলব, এখানে আমাকে যেভাবে দেখা যাবে এ রকম আগে দেখা যায়নি। কাজটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।
পাশাপাশি নাটকেও সরব
কাজ নিয়ে ব্যস্ততা ভালোই। কিন্তু এখন নাটকের কাজ সেভাবে করা হচ্ছে না। দুটি ধারাবাহিক চলছে। আর নতুন কিছু প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে।
চূড়ান্ত নয় ওটিটি-বড় পর্দা
ওটিটি এবং বড় পর্দার সিনেমা দুটো নিয়েই কথা হচ্ছে। আপাতত এতটুকুই বলতে পারব। চূড়ান্ত না হওয়া পর্যন্ত এর বেশি বলতে পারছি না।
খানিক আক্ষেপ
কাজের প্রস্তাব তো আসে অনেক কিন্তু আমি যে ধরনের কাজ করতে চাই সে রকম কিছু পাই না। সব সময় ভালো গল্পের অপেক্ষায় থাকি। কিন্তু কেন জানি সেটা আমার কাছে আসে না। এটা পরিচালকরা ভালো বলতে পারবেন। ভালো গল্পগুলো সব এখনকার তরুণ-তরুণীদের কাছে যাচ্ছে। তখন চিন্তা করি যে আমি মনে হয় আর তরুণী নেই, বৃদ্ধ হয়ে গেছি।
দাম্পত্য জীবন
যদিও আমরা দুজন দুই দেশে অবস্থান করছি এখন। তার পরও বেশ সুন্দরভাবে চলে যাচ্ছে। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। পাশাপাশি কাজও করে যাচ্ছি। সব কিছু মিলিয়ে বেশ আছি বলতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।