বিনোদন ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ পেয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার।
সংরক্ষিত কোটায় রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে ১০ কাঠার এবং প্রযোজক লিটন হায়দারকে তিন কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের দুজনকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে গত ৩১ ডিসেম্বর চিঠি দিয়েছেন।
এদিকে, গুজব ছড়িয়েছে জায়েদ খান উত্তরায় ফ্ল্যাট পেয়েছেন। টিক্কা খান চরিত্রে অভিনয়ের কারণেই নাকি রেডি ফ্ল্যাট পেয়েছেন। তবে এ খবরের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। বিষয়টিকে ভুয়া খবর হিসেবে আখ্যা দিলেন জায়েদ খান। বললেন, কোত্থেকে এমন খবর ছড়াল আমি জানি না। এটি একটি ডাহা মিথ্যা কথা। আমি কোনো প্লট বা ফ্ল্যাট পাইনি আর আমার ওসবের প্রতি লোভও নেই।
জায়েদ খান বলেন, আমি কখনো কোথাও প্লটের জন্য আবেদেন করিনি, আর আমার নামে কোনো বরাদ্দের চিঠিও আমি পাইনি। যারা এসব ছড়াচ্ছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়াচ্ছে। একটি গণমাধ্যমের নামে এরকম একটি ভুয়া নিউজ কার্ড কিভাবে ছড়ানো হয় তা আমি বুঝতে পারছি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।