স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে বর্তমান বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির বিবেচনায় অন্যতম লজ্জার পরাজয় এটি। এমন হারে বাংলাদেশের স্বপ্ন প্রায় শেষ বললেই চলে। বাংলাদেশকে ব্যাটে, বলে ও ফিল্ডিংয়ে সবদিক দিয়েই উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশের ব্যাটিং টেকনিকে যে এখনো ভুল রয়েছে সেটিই মাঠের খেলায় বুঝিয়ে দিয়েছেন ডাচ বোলাররা।
বাংলাদেশের বিপক্ষে ৭ ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন বাস ডি লিড। অন্যান্য বোলাররাও বাংলাদেশকে অনেক ঝামেলায় ফেলেছে। পরিকল্পনা করেই বাংলাদেশকে শর্ট বলের মাধ্যমে কাবু করার কথা স্বীকার করলেন বাস ডি লিড।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এই পেসারকে জিজ্ঞেস করা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শর্ট বলে কিছুটা দুর্বল, সে কারণেই কি তাদের বিপক্ষে পরিকল্পনা করে শর্ট বল করেছিলেন কি না? প্রতিত্তুরে বাস ডি লিড বলেন, ‘অবশ্যই। আমরা তাদের প্রত্যেক ব্যাটারকে নিয়ে বিশ্লেষণ করেছি। উদাহরণ হিসেবে বলতে পারি শান্তর কথা। শান্ত শর্ট বল ভালো খেলে, তাই তাকে আমরা স্ট্যাম্পের কিছুটা বাইরে বল করেছি যাতে সে উইকেট দেয়। অন্যান্য ক্রিকেটাররা ততটা ভাল খেলে না, তাই তাদেরকে শর্ট বলে করেই উইকেট নিয়েছি আমরা।’
আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে বিশ্বকাপে দুই জয়ে বেশ উল্লসিতই হওয়ার কথা নেদারল্যান্ডসের। কিন্তু ততটা স্রোতে গা ভাসাচ্ছেন না ডাচ ক্রিকেটাররা। বাস ডি লিড উল্লাস সম্পর্কে বলেন, ‘আমরা অতটা পাগল হয়ে যাইনি। আমাদের কয়েকজন ড্রেসিং রুমে বিয়ার পান করেছে। আমরা গান গেয়েছি। আমাদের দেশের একটা রাগবি ম্যাচও রয়েছে যেটা বেশিরভাগ খেলোয়াড়ই দেখবে। তাই অতটা উল্লাস করিনি আমরা। আমরা দল হিসেবে থেকেছি এবং ম্যাচের খুঁটিনাটি আলোচনা করে পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।