‘পুরো বিশ্বকাপ দেখতেই ভীষণ ভালো লেগেছে আমার’

ক্যাটরিনা ক্রিকেট

বিনোদন ডেস্ক : বর্তমানে বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ক্রিকেটপ্রেমীরা। শোবিজ দুনিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ অপেক্ষার প্রহর গুনছেন, আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপাজয়ী দলকে স্বাগতম জানানোর জন্য।

ক্যাটরিনা ক্রিকেট

রোববার (১৯ নভেম্বর) দুপুরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি মাঠে নামবে অস্ট্রেলিয়া-ভারত। এ দিকে স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা নিজে ঘরে তোলার অপেক্ষায় সমগ্র ভারত।

তারই অংশ হিসেবে সবার শুভকামনার বার্তায় ভাসছে রোহিত শর্মার দল। পিছিয়ে নেই সেই বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভারত জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভারতের হয়ে গলাও ফাটাবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। পুরো বিশ্বকাপই ভীষণ উপভোগ করেছেন ক্যাটরিনা।

এ প্রসঙ্গে ভারতের এক বার্তা সংস্থাকে ক্যাটরিনা বলেন, আমি ভারতের হয়ে গলা ফাটাব। তারা অসাধারণ খেলেছে। পুরো বিশ্বকাপ দেখতেই ভীষণ ভালো লেগেছে আমার।

জানা গেছে, বিশ্বকাপ ফাইনালে খেলবেন ক্যাটরিনার এক প্রতিবেশীও। তিনি আর কেউ নন, বিরাট কোহলি। তাকেও শুভেচ্ছা জানিয়ে ক্যাটরিনা বলেন, বিরাট এবং আনুশকা আমার প্রতিবেশী। ফাইনালে তাকে দেখতে আরও ভালো লাগছে। আমি তাদের সমর্থন দেব এবং ফাইনাল ম্যাচে অবশ্যই ভারত দুর্দান্ত খেলবে।

তিন খানকে এক করতে চেয়েছিলেন অনুপম খের

প্রসঙ্গত, রোববার বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে অস্ট্রেলিয়া-ভারত। সর্বশেষ ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১৩ সালের পর আইসিসির আর কোনো টুর্নামেন্ট জিততে পারেনি ভারত। সূত্র : পিটিআই