বিনোদন ডেস্ক : বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। হাসিনা সরকারের পতনের আগে থেকেই তিনি দেশের বাইরে রয়েছেন। তবে সেখানে থাকাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে বিয়ে করে সংসার শুরু করেছেন ‘অন্তর জ্বালা’ খ্যাত এই নায়ক। ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত তারকার বিয়ের খবরটি মঙ্গলবার (২৯ এপ্রিল) বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ফেসবুকসহ সামাজিক মাধ্যমজুড়ে আলোচনা শুরু হয় তার বিবাহকে কেন্দ্র করে।
কোনো কোনো উৎস দাবি করে, প্রবাসী এক নারীকে তিনি বিয়ে করেছেন। আবার কোনো সংবাদে বলা হয়, এক চিত্রনায়িকাই এখন তার জীবনসঙ্গী। জায়েদের বিয়ের খবরে সামাজিক মাধ্যম সরগরম হলেও এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা স্বীকারোক্তি পাওয়া যায়নি। তবে ফ্যানরা তাকে অভিনন্দন জানাতে ভুলছেন না।
এই বিষয়ে জায়েদ খানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি নিজেই ফেসবুকে দেখলাম—আমি বিয়ে করেছি! স্ত্রীসহ দুবাইতে হানিমুন করবো, এমন স্ট্যাটাস পর্যন্ত চোখে পড়েছে। বাস্তবে কিন্তু আমি বিয়েই করিনি। এখানে নতুন কিছু প্রজেক্টের কাজ করছি, পাশাপাশি নিজেকে সময় দিচ্ছি।”
যুক্তরাষ্ট্র প্রবাসী নারীকে বিয়ের খবরে বিব্রত কি না—জিজ্ঞাসা করলে তিনি মিশ্র প্রতিক্রিয়া জানান, “বিব্রত বোধ করছি, আবার হাসিও পাচ্ছে। আমার নামে কোনো খবর লিখলেই সেটা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সম্ভবত সেই কারণেই এমন খবর তৈরি হচ্ছে!”
এদিকে, গুঞ্জনের সত্যাসত্য যাচন ছাড়াই নেটিজেনরা জায়েদকে শুভেচ্ছা জানানোয় তিনি হালকা মেজাজেই বিষয়টি নিচ্ছেন বলেও জানান। চলচ্চিত্র ও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের জন্য তিনি দর্শকদের আশীর্বাদ কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।