মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আমিনুল হক বলেছেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সামগ্রিক উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। উন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে অংশ নিতে চাই।”

শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্নীতি, বিচারহীনতা, অব্যবস্থাপনা এবং নাগরিক অধিকার সংকটে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব পরিস্থিতি পরিবর্তন করতেই বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে এবং তিনি নিজেও সেই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
তিনি বলেন, “ঘিওর, দৌলতপুর ও শিবালয়কে একটি আধুনিক, সমৃদ্ধ ও বাসযোগ্য এলাকায় রূপ দিতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক যোগাযোগ উন্নয়ন, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—এসবই আমার অগ্রাধিকার।”
সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে—আমার বিশ্বাস, জনগণের সেই প্রত্যাশা এবার পূরণ হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দৌলতপুর উপজেলা জাসাসের সভাপতি ডা. মো. নুরুল ইসলাম, খলসী ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো. বাদলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



