বিনোদন ডেস্ক : দেশীয় শোবিজের মডেল ও অভিনেত্রী হুমায়রা সুবহা। বরাবর যেন আলোচনায় থাকতে পছন্দ করেন এ অভিনেত্রী। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিজীবন নিয়ে চর্চাও তাই বেশি। সম্প্রতি অনুষ্ঠিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন এ অভিনেত্রী।
সেখানে তিনি জানান, বিয়ে করার জন্য এখনও মনের মানুষ পাননি তিনি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ও প্রথমা বাংলাদেশ নিবেদিত ‘গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড- ২০২৪’ অনুষ্ঠানে এসে অভিনেত্রী বলেন, ‘ছোট থেকেই আমার আমার দুটো ইচ্ছা ছিল যে আমি সিনেমার নায়িকা হবো। মিডিয়াতে আমাকে সবাই চিনবে ভালোবাসবে। আরেকটা হচ্ছে যে আমি খুব একটা ভাল একটা সুইট বউ হবো।
আমার একটা ছোট সংসার হবে। দুটো বাচ্চা থাকবে, হাজব্যান্ড থাকবে। সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো। তবে এখনও মনের মানুষ পাইনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।