দীপিকা এখন যা করছে আমি ১৫ বছর আগে করায় নিন্দা হয়েছিল: মল্লিকা

মল্লিকা শেরাওয়াত

বিনোদন ডেস্ক : ২০০৪ সালে মুক্তি পায় এমন একটি ছবি যা হৈ চৈ ফেলে দেয় গোটা দেশে। সেই সময়ের নীরিখে ছবিটি বেশ সাহসী ছিল এমনটাই মনে করেন বিশেষজ্ঞ মহল। ছবির নাম ‘মার্ডার’। সেই সময় ছবিটি যেমন জনপ্রিয়তা পায় তেমনই জনপ্রিয়তা পায় এই ছবির গান। ভিগে হোট তেরে গানটি এখন দর্শককুলে সমান জনপ্রিয়। তবে এই সব কিছু পাশাপাশি নজর কেড়েছিল ইমরান হাসমি ও মল্লিকা শেরাওয়াতের অন স্ক্রিন কেমিস্ট্রি ও মল্লিকার হটনেস। এই ছবিতে মল্লিকার শরীরী ভঙ্গিমা ও চুম্বন ঝড় তুলেছিল লাখো পুরুষ হৃদয়ে। তবে সময় বদলে মল্লিকার স্মৃতি আলাগা হয়েছে। তাছাড়া বলিউড ছেড়ে হলিউডে মন দিয়েছিলেন একসময় মল্লিকা। তবে ফের বলিউডে ছবি করতে চলেছেন মল্লিকা শেরাওয়াত। ফিরে এসে বলিউড নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
মল্লিকা শেরাওয়াত
মল্লিকার কথায়, “আমি যখন মার্ডার করেছিল তখন লিপ লক, বিকিনি পরা নিয়ে বিস্তর কথা হয়। আসলে মানুষ তখন খুব সংঙ্কীর্ণ ছিল। ১৫ বছর পর ‘গেহরাইয়া’ ছবিতে দীপিকা তো তাই করেছে। কিন্তু তখন সকলে আমার শরীর নিয়ে কথা বলেছে। মার্ডার এর পর দশাবতরাম, প্যায়ার কে সাইড এফেক্ট এর মতো ছবি করেছি সেই নিয়ে কেউ কিছু বলেননি তো।” পাশাপাশি মল্লিকা বলেন, “এখন নায়িকাদের কাজের সুযোগ অনেকটা বেড়েছে আগে তো হয় সতী-সাবিত্রী নয়তো চরিত্রহীন এই দুই ধরনের রোল দেওয়া হত মেয়েদের।” শকুন বত্রার ছবি ‘গেহরাইয়া’। ত্রিকোণ প্রেমের গল্পটি এই মুহূর্তে চর্চার কেন্দ্রে রয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদীর ঘনিষ্ঠ মুহূর্তগুলি।’গেহরাইয়া’ ছবিতে প্রেমের এক অনন্য সংজ্ঞা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক শকুন বত্রা। এই প্রেম কিন্তু অনেক পরিণত। দীর্ঘদিন ধরে করণের (ধৈর্য্য) সঙ্গে সম্পর্কে আবদ্ধ আলিশা (দীপিকা)। ওই প্রেমের সম্পর্কে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এই পরিস্থিতিতে জীবনে আসে জৈন (সিদ্ধান্ত)। আলিশার দূর সম্পর্কের বোন টিয়ার (অনন্যা) হবু স্বামী সে। সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন, জৈনের প্রতি অমোঘ আকর্ষণ অনুভব করতে শুরু করে আলিশা। এই প্রেক্ষাপটে গল্প দুরন্ত মোড় নেয়।

মল্লিকার যে নতুন ছবিটি আসছে তার নাম আরকে/ আরকে। পরিচালনায় রজত কাপুর। এই ছবিতে মল্লিকা ছাড়াও রয়েছে কুবরা শেঠ, রণবীর শোরে সহ অন্যন্য। বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে এই ছবি। যার মধ্যে রয়েছে সাংঘাই চলচ্চিত্র উৎসব, River to River festival in Florence, Bucheon International Fantastic Film Festival, Austin Film Festival and Pune International Film Festival। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জুলাই।

খোলামেলা রেড গাউনে নজর কাড়লেন নুসরাত জাহান