আমিই প্রথম সন্তান উপহার দিয়েছি : অপু বিশ্বাস

sakib

বিনোদন ডেস্ক : সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হলো। এ দিনটি ঘিরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসও।

sakib

শাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ শেয়ার করে শুভেচ্ছা জানিয়ে অপু লিখেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ আর সবশেষে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা’।

তার সেই পোস্ট ঘিরেই শুরু হয় আলোচনা-সমালোচনা। কারণ, বউ লেখার আগে তিনি সাবেক শব্দটি লিখেননি। অর্থাৎ, তার দাবি অনুসারে তিনি শাকিবের বর্তমান স্ত্রী। সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু।

বলেছেন, ‘আমার সঙ্গে শাকিব খানের প্রথম সিনেমা ‘কোটি টাকার কাবিন’। তার আগে তিনি অনেক সিনেমাই করেছেন। কিন্তু এই ‘কোটি টাকার কাবিন’ ছবিই শাকিবের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। শাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি। তার জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম। তার প্রথম স্ত্রীও আমি।

পরীমনির ফ্রিজভর্তি কী, চমকে উঠলেন ভক্তরা

আমিই তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি। তাই আমি মনে করি, শাকিব খানের অভিনয় জীবনের সফলতার ২৫ বছরের সঙ্গে আমিও জড়িয়ে আছি।’