বিনোদন ডেস্ক : ভুল ধরিয়ে দিলে তা সংশোধন করে নেবেন আলোচিত ইউটিউবার হিরো আলম। বগুড়ায় এক ইফতার বিতরণী কর্মসূচিতে এসে একথা বলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় শহরের কালিতলা মোড়ে ‘বিপদের বন্ধু আমরা’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ইফতার বিতরণ করা হয়।
হিরো আলম বলেন, ‘মানুষ মাত্রই ভুল হতে পারে। আমার কোনো ভুল হলে ধরিয়ে দেন। তাহলে ভুল সংশোধন করে নিতে পারব।’
এ সময় নিজের শিক্ষা গ্রহণের বিষয়টিও জানান হিরো আলম। তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমার কথা বলাসহ বিভিন্ন ত্রুটির বিষয়ে আলোচনা হয়েছে। এজন্য শিক্ষক রেখেছি। আমার সব কিছু শিখতে অন্তত দুই থেকে তিন বছর সময় লাগবে।’
এ ছাড়া ইফতার বিতরণ কর্মসূচিতে এসে হিরো আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান।
এসব কথা বলার পরে হিরো আলম নিজে হাতে স্থানীয় অভাবগ্রস্তদের হাতে ইফতার তুলে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।