বিনোদন ডেস্ক : অনেকেই ইনিয়ে- বিনিয়ে প্রকাশ্যে আড়ালে জানতে চাইছেন এবার “আমি কবে বিয়ে করবো…?”
সত্যি বলতে -কোনো শিশুর জন্মের খবর শুনলে, সবাই দম্পতির কাছে জানতে চায় – ‘তোমাদের খবর কবে শুনবো?’
কারো মৃত্যুর খবর শুনলে যেমন নিজের বা কাছের মানুষের মৃত্যুচিন্তা মাথায় ভর করে…
তেমনি কারো বিয়ের খবর পেলে বিবাহ-সম্ভাব্য ব্যক্তির দিকে সবার নজর পড়ে যে তার নাম্বার কবে আসবে?
যদিও আমার ব্যাক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না… তবুও বলছি-
বিয়ে যদি কখনো করিও… আর ভুল করবো না সেটাই ট্রাই করবো… ছোটবেলার এক সিন্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে তা আজও সামলিয়ে কতটা উঠতে পেরেছি তা জানি না…
তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না..
কোনোরকম পিআর প্রেশার কাজ করবে না আমার সাথে…
জীবনটা খুব সুন্দর… জীবনের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই…
আমি সবসময় বলি -স্বাধীনতা হারিয়ে সে স্বাধীনতা ফিরে পাওয়ার অনেক আনন্দ… সেটা আমার চেয়ে ভালো কে জানবে?
একেবারে ভুল বুঝবেন না যে এটা খারাপ কোনো স্বাধীনতা…
এটা নিজের জীবন, নিজের আয়-ব্যয়, নিজের চিন্তা-ভাবনা, নিজের মতবাদ, নিজের বিশ্বাস, নিজের বেড়ে ওঠা জীবন, নিজের সম্মানবোধ, নিজের সততার, নিজের শিক্ষার, নিজের নিশ্বাস নেবার স্বাধীনতা…
আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না…
আর যদি কখনো বা বিয়ে করি-আগে এটুকুই নিশ্চিন্ত হবো যে আমার এটুকু স্বাধীনতাকে সম্মান করা হবে… আর কিছু নয়…
(অভিনেত্রী সোহানা সাবার ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।