মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব : কঙ্গনা

কঙ্গনা

বিনোদন ডেস্ক : বিজেপির হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা থেকে প্রথমবার বিজেপির টিকেট পেয়েছিলেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত। আর টিকেট পেয়েই ৭৫ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন তিনি। খবর নিউজ এইটিনের।

কঙ্গনা

জয়ের প্রতিক্রিয়ায় কঙ্গনা সাংবাদিকদের বলেন, ‘আজকের এই দিনটা আমার জন্য বিশেষ দিন। মাথানত করে ধন্যবাদ জানাই মান্ডির সব মানুষকে। মান্ডিকন্যা, মান্ডির বোন কঙ্গনাকে এত ভালোবাসা দিয়েছে। মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব। বিকাশ করব।’

কঙ্গনার প্রবল প্রতিপক্ষ ছিলেন মান্ডির ‘রাজাসাহেব’ বিক্রমাদিত্য সিং। মান্ডির প্রয়াত রাজা বীরভদ্র সিংয়ের পুত্র। বীরভদ্র সিং হিমাচলের রাজনীতিতে কিংবদন্তি। বহুবার মুখ্যমন্ত্রী হয়েছেন। হিমাচলে ‘বীরভদ্র মডেল’ বেশ জনপ্রিয়ও। তবে এবার কঙ্গনার উত্থান ঠেকানো যায়নি।

ইধিকার নায়ক এবার শাকিব নয়, থাকছেন রাজ

ভোটের দিনও কঙ্গনা বলেছিলেন, ‘হিমাচল প্রদেশে গেরুয়া ঝড়। আশা করি, মাণ্ডির মানুষ আমাকে আশীর্বাদ করবেন।’ কঙ্গনাকে জেতার পরই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের।